অপরাধ থেকে পাওয়া অর্থ যে রাজনৈতিক দল পেয়েছে সেই দলকে কেন আবগারি মামলায় অভিযুক্ত করা হয়নি? সিবিআই, ইডির কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। আজ বৃহস্পতিবার এই বিষয়ে আদালতকে জানাবেন ইডির অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু।
দিল্লির আবগারি নীতি মামলায় প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি বুধবার সুপ্রিম কোর্টে হয়। দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মনীশ সিসোদিয়া। আর্থিক তছরুম মামলার ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে প্রশ্ন করে আদালত। শীর্ষ আদালত ইডির কাছে জানতে চায় ,"যদি একটি রাজনৈতিক দল PMLA-এর অধীনে মদ নীতি থেকে উপকৃত হয়, আর্থিক দিক থেকে লাভবান হয় তবে কেন সেই দলকে এই মামলায় যুক্ত করা হয়নি? বৃহস্পতিবার আদালতে এর জবাব দেবে ইডি।
বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভি ভাট্টির একটি বেঞ্চ ইডির প্রতিনিধি এএসজি এসভি রাজুকে জিজ্ঞাসা করেছিল, "যখন এই পুরো মামলায় বলা হচ্ছে যে আম আদমি পার্টি লাভবান হয়েছে, তখন দলটিকে কেন মামলায় যুক্ত করা হয়নি?" শুনানির সময় বেঞ্চ আরেকটি প্রশ্ন করে, ক্যাবিনেট নোটটি আইনের আওতায় আনা যাবে কি না? ইডি-র পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেছেন যে তারা বৃহস্পতিবার এই বিষয়ে আদালতকে জানাবেন।
শুনানির সময়, অভিষেক মনু সিংভি, সিসোদিয়ার পক্ষে দাঁড়িয়ে বলেন, দিল্লির কথিত মদ কেলেঙ্কারি মামলায় শরৎ কুমার, দীনেশ অরোরা সহ বেশিরভাগই জামিন পেয়েছেন। এখনও পর্যন্ত জামিন থেকে বঞ্চিত হয়েছেন শুধু সিসোদিয়া। বৃহস্পতিবারও সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি হবে শীর্ষ আদালতে।
এর আগে, ১৫ সেপ্টেম্বর, উভয় পক্ষের যুক্তি শোনার পর সুপ্রিম কোর্ট সিসোদিয়ার জামিনের শুনানি ৪ অক্টোবর পর্যন্ত স্থগিত করে। ২৬ ফেব্রুয়ারি থেকে জেলবন্দী রয়েছেন সিসোদিয়া।