22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের মেগা উদ্বোধন। ওইদিনই নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে রামলালাকে। সাধারণত রামের পাশেই থাকে সীতার মূর্তি। কিন্তু অযোধ্যায় রামমন্দিরে সীতার মূর্তি থাকবে না। কেন এই সিদ্ধান্ত?
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এর কারণ ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন, মন্দিরের গর্ভগৃহে যেখানে রামলালা অবস্থান করবেন, সেখানে মাতা সীতার মূর্তি থাকবে না। শুধু রামলাল্লার মূর্তি স্থাপন করা হচ্ছে। কারণ এখানে রামলালা মানে শিশু রাম। এই মূর্তি পাঁচ বছরের ছেলের আদলে তৈরি হচ্ছে। তার মানে, এটি হবে ঈশ্বরের এমন একটি রূপ যেখানে তাঁর বিয়ের বয়স হয়নি। তাই শিশুরামের পাশে এখানে সীতা নেই।
আরও পড়ুন- ‘রাম রাজ্য’ আসলে কী? গান্ধীজির ব্যাখ্যা তুলে ধরে ২০১৪-য় অযোধ্যায় দাঁড়িয়ে বলেছিলেন মোদী
তুলসীদাস রচিত রামচরিতমানসে রাম-সীতার কথা বলতে গিয়ে বলা হয়েছে, সীতার বয়স যখন ১৮ , তখন রামের বয়স ২৭।
অযোধ্যায় ৭০০ একর জমির উপর গড়ে উঠছে বিশাল রামমন্দির। মন্দিরের কাজ প্রায় সম্পূর্ণ। দেশের নানা প্রদেশ থেকে আসছে রামমন্দির সাজিয়ে তোলার উপকরণ। বিদেশ থেকেও এসেছে নানা সামগ্রী। অযোধ্যায় রামলালার মূল মন্দির ছাড়াও আরও ৭টি মন্দির তৈরির কাজ চলছে। এর মধ্যে রয়েছে গুরু ব্রহ্মঋষি বশিষ্ঠ, ব্রহ্মঋষি বিশ্বামিত্র, মহর্ষি বাল্মীকি, অগস্ত্য মুনি, নিষাদরাজ এবং মাতা শবরীর মন্দির। এই মন্দিরগুলির কাজ শেষ হতে হতে ২০২৪ সালের শেষ
আরও পড়ুন- ২২ জানুয়ারি দীপাবলি উদযাপনের অনুরোধ, সমাবেশ থেকে ১৪০ কোটি ভারতীয়কে বিরাট বার্তা মোদীর