স্ত্রী আর নেই! ভিন ধর্মে বিয়ে করে যে মানুষটা ৭০-৮০ এর দশকে নাড়িয়ে দিয়েছিলেন সমাজকে। চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছিলেন কুসংস্কার আছন্ন সমাজের কালো অধ্যায়কে আজ স্ত্রীকে হারিয়ে বড্ড অসহায় খিলা নন্দ ঝা।
৭০-৮০ এর দশকে বিহারে, সামাজিক বিপ্লব ঘটিয়েছিলেন তিনি। একজন ব্রাহ্মণ হয়েও প্রেমে পড়ে বিয়ে করেন দলিত মহিলাকে। তারপর থেকে চরম হয়রানি ও উপহাসের সম্মুখীন হতে হয় তাকে। ৬২ বছরের স্ত্রী মিনতি স্ট্রোকের তিন মাস পর এপ্রিলে মারা যান।স্ত্রী’র চিকিৎসার জন্য ১২ লাখ ঋণ নিয়েছিলেন তিনি। ১৯৭৯ সালে মধুবনীর বাসিন্দা মিনতির প্রেমে পড়ে বিয়েও করেন।সেদিনের ঘটনা স্মরণ করে বৃদ্ধ বলেন “ একটা কঠিন সময় ছিল, আমার বাবা আমাকে সতর্ক করেছিলেন। মিনতি রাস্তার ধারের কল থেকে জল আনতে গেলে মানুষজন সেই কল থেকে জল নেওয়ার আগে দুবার ভাবত। জল নেওয়ার আগে কাদা দিয়ে পরিষ্কার করা হত কলটিকে। এটা মেনে নেওয়া খুবই বেদনাদায়ক ছিল”।
ভিন ধর্মে বিয়ের কারণে চাকরিও হারাতে হয় তাকে। সেই সময় সব কিছু নতুন করে শুরু করতে দিল্লি চলে আসেন তিনি। শুরু করেন নিজের ব্যবসা। চলতি বছর জানুয়ারিতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মিনতি। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেন নি তিনি। স্ত্রীকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন এই বৃদ্ধ। এদিকে স্ত্রী’র চিকিৎসা ও শেষকৃত্য বাবদ প্রায় ১৩ লক্ষ টাকা ঋণ নিয়েছেন তিনি। এখন তা শোধ করার অবস্থায় নেই বৃদ্ধ।
ছোট ছেলেকে নিয়ে মুম্বই পাড়ি দিয়েছেন। দেখা করার চেষ্টা করছেন গরীবের ভগবান সনু সুদের সঙ্গে চেষ্টাও করেছিলেন কিন্তু দেখা হয়নি। সলমান খানের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন এই বৃদ্ধ তাতেও ব্যর্থ হয়। তিনি বলেন, “আমার হাতে মাত্র এক মাস সময়। এর মধ্যেই যা করার করতে হবে। নাহলে নিজেকে শেষ করে দেব। দিল্লি ফেরার কোন উপায় নেই আমার কাছে”।