Advertisment

Prajwal Revanna: অবশেষে দেশে ফিরছেন 'পলাতক' প্রজ্জ্বল, কবে হবেন তদন্তের মুখোমুখি, জানালেন দিনক্ষণ

Prajwal Revanna Sex Scandal Case: যৌন নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত জেডি(এস) সাংসদ প্রজ্জ্বল রেভান্না ঘটনা প্রকাশের এক মাস পরে মুখ খুলেছেন। জানিয়েছেন, তিনি ভারতে ফিরে আসবেন এবং ৩১ মে বিশেষ তদন্তকারী দলের সামনে হাজির হবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
JD(S) suspends Deve Gowda’s grandson Prajwal Revanna over ‘sex abuse’ row

Prajwal Revanna Suspended: যৌন কেলেঙ্কারি মামলায় সাসপেন্ড জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্না

Prajwal Revanna Sex Scandal Case: যৌন নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত জেডি(এস) সাংসদ প্রজ্জ্বল রেভান্না ঘটনা প্রকাশের এক মাস পরে মুখ খুলেছেন। জানিয়েছেন, তিনি ভারতে ফিরে আসবেন এবং ৩১ মে বিশেষ তদন্তকারী দলের সামনে হাজির হবেন।

Advertisment

“আমি ব্যক্তিগতভাবে শুক্রবার, ৩১ মে সকাল ১০টায় এসআইটির সামনে আসব এবং তদন্তে সহযোগিতা করব এবং (অভিযোগ) এর জবাব দেব। আমার আদালতের উপর বিশ্বাস আছে এবং আমি আত্মবিশ্বাসী যে আমি আদালতের মাধ্যমে মিথ্যা মামলা থেকে বেরিয়ে আসব,” কন্নড় টিভি চ্যানেল এশিয়ানেট সুবর্ণ নিউজে প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে প্রজ্জ্বল বলেছেন, পিটিআই জানিয়েছে।

এই বিষয়ে অবিলম্বে জেডি (এস) বা বরখাস্ত করা দলীয় সাংসদের পরিবারের পক্ষ থেকে এব্যাপারে কোনও সত্যতা পাওয়া যায়নি।

“ঈশ্বর, মানুষের এবং পরিবারের আশীর্বাদ আমার উপর বর্ষিত হোক। আমি অবশ্যই ৩১ মে, শুক্রবার SIT-এর সামনে আসব। আসার পর এ সবের অবসান ঘটাতে চেষ্টা করব। আমার উপর বিশ্বাস রাখুন,” তিনি যোগ করেন।

৩৩ বছর বয়সী প্রজ্জ্বলল, জেডি(এস) পিতৃপুরুষ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি এবং হাসান লোকসভা অংশের এনডিএ প্রার্থী, মহিলাদের যৌন নির্যাতনের একাধিক ঘটনার অভিযোগের মুখোমুখি হয়েছেন।

আরও পড়ুন H D Deve Gowda: ‘ফিরে এসে আত্মসমর্পণ করো, নাহলে…’, নাতির কুকীর্তিতে এবার ক্ষুব্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

অভিযোগের বিষয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আগে তিনি গত মাসে দেশ ছেড়েছিলেন বলে জানা গেছে, তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

দেবেগৌড়া গত সপ্তাহে বলেছিলেন যে তাঁর নাতিকে "দোষী প্রমাণিত হলে" শাস্তি দেওয়া উচিত। অভিযোগ প্রকাশের পরপরই পরিবার প্রজ্জ্বলের থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়।

মামলাটি এই নির্বাচনে একটি রাজনৈতিক ফ্ল্যাশপয়েন্টে পরিণত হয়েছে, কংগ্রেস বিজেপিকে "কলঙ্কিত" সাংসদ এবং তাঁর দলের সঙ্গে জোট গঠনের অভিযোগ করেছে। ভিডিও প্রকাশের আগে রেভান্নার পক্ষে প্রচার করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছে বিরোধীরা।

আরও পড়ুন Prajwal Revanna: ‘সিরিয়াল ধর্ষক’ প্রজ্জ্বলকে বাগে পেতে মরিয়া, এবার নয়া কৌশল নিল কর্ণাটক সরকার

মোদি ঘটনার নিন্দা করেছেন এবং বলেছেন অভিযুক্তর বিরুদ্ধে "কঠোর শাস্তি" নেওয়া হবে। ইতিমধ্যে, বিজেপি আবার কংগ্রেসকে কাঠগড়ায় তুলে অভিযোগ করেছে, অভিযুক্তকে রাজ্য ছেড়ে পালাতে সাহায্য করেছে।

karnataka JDS Sexual harassment Prajwal Revanna
Advertisment