সংসদে ভয়াবহ হামলার হুমকি! দিনক্ষণ জানিয়ে ভিডিওবার্তা, ঘুম উড়েছে নিরাপত্তা সংস্থার

২০০১ সালে ১৩ ডিসেম্বর পাকিস্তানি জঙ্গিরা সংসদভবনে হামলা চালিয়েছিল।

২০০১ সালে ১৩ ডিসেম্বর পাকিস্তানি জঙ্গিরা সংসদভবনে হামলা চালিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Gurpatwant Singh Pannun, 2001 Parliament attack, Khalistani terrorist, Gurpatwant Singh Pannun video, Parliament Winter Session, Pakistan intelligence agency ISI, Pannun alleged murder plot, US on Pannun murder plot claims, India-US on Pannun murder plot, latest news", "url":"https://www.indiatoday.in/india/story/khalistani-terrorist-gurpatwant-singh-pannun-video-indian-parliament-attack-anniversary-alleged-plot-kill-us-2472506-2023-12-06",

খালিস্তানি সন্ত্রাসবাদী এবং শিখ ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত সিং পান্নু প্রায়ই ভারতের বিরুদ্ধে নানান উস্কানিমূলক বক্তব্য প্রচার করেন।

সংসদে হামলার হুমকি। এর আগেও একাধিকবার নানান হুমকি দিয়েছেন খালিস্তান সমর্থক গুরপতবন্ত সিং পান্নু। এবার সরাসরি ভারতের সংসদভবনে হামলার হুমকি দিল খালিস্তান সমর্থক গুরপতবন্ত সিং পান্নু।

Advertisment

খালিস্তানি সন্ত্রাসবাদী এবং শিখ ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত সিং পান্নু প্রায়ই ভারতের বিরুদ্ধে নানান উস্কানিমূলক বক্তব্য প্রচার করেন। এর আগে বিশ্বকাপের ফাইনালে মোদী স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। এবার সংসদভবনে ভয়াবহ হামলার হুমকি দিয়েছে এই খালিস্তানি নেতা। একটি ভিডিও বার্তায় এই হুমকি দিয়েছেন তিনি। পান্নু বলেছেন ভারত সরকার তাকে হত্যার চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়েছে। এখন তিনি ১৩ ডিসেম্বর ভারতের সংসদে হামলা চালাবেন। ২০০১ সালে ১৩ ডিসেম্বর পাকিস্তানি জঙ্গিরা সংসদভবনে হামলা চালিয়েছিল।

পান্নুর শেয়ার করা ভিডিওতে আফজাল গুরুর একটি পোস্টার রয়েছে এবং তিনি এর শিরোনাম দিয়েছেন দিল্লি বানেগা খালিস্তান। পান্নু ভিডিওতে বলেছেন যে ভারতীয় এজেন্সির মাধ্যমে তাকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং এখন তিনি ১৩ ডিসেম্বর সংসদে হামলা করবেন। বর্তমানে সংসদের শীতকালীন অধিবেশন চলছে এবং এই অধিবেশন চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

Advertisment

পান্নুর এই ভিডিও সামনে আসার পর সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি। মিডিয়া রিপোর্ট অনুসারে, নিরাপত্তা সংস্থা মনে করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই পান্নুকে ভারত বিরোধী বিবৃতি দিতে এবং সেগুলি শেয়ার করার নির্দেশ দিয়েছে পান্নু ক্রমাগত ভারতের বিরুদ্ধে এই ধরণের হুমকি দিয়েই চলেছেন। পান্নু মার্কিন ভিত্তিক শিখস ফর জাস্টিস (এসএফজে) এর নেতা, যেটি ভারতে একটি নিষিদ্ধ সংগঠন।

পান্নুকে হত্যার ব্যর্থ চেষ্টার জন্য ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার বিরুদ্ধে আমেরিকার তদন্তকারী সংস্থা অভিযুক্ত করেছে। নিখিলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ভারতের এক সরকারি কর্মচারীর সঙ্গে মিলে এই কাজ করেছেন। বর্তমানে নিখিল পুলিশি হেফাজতে রয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।

Khalistan separatist Gurpatwant Singh Pannun interpol