Advertisment

'বন্ধু' মোদীর ঢালাও প্রশংসা, রাশিয়া সফরের জন্য আমন্ত্রণ পুতিনের

বুধবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

author-image
IE Bangla Web Desk
New Update
Vladimir Putin, putin invites modi, Vladimir Putin invites PM Modi, Putin calls Modi to Russia, Putin invites PM Modi, s jaishankar, jaishankar in Russia, jaishankar Russia visit, russia ukraine war",

বন্ধু মোদীর ঢালাও প্রশংসা, রাশিয়া সফরের জন্য আমন্ত্রণ পুতিনের

দীর্ঘদিনের বন্ধু মোদীকে ফের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা হতেই প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়ায় আসার আমন্ত্রণ জানালেন সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইউক্রেনের যুদ্ধ থেকে শুরু করে ভারতে তেল আমদানি-একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। জানা গিয়েছে, নতুন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়া আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পুতিন।

Advertisment

'আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢালাও প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পুতিন মোদীর প্রশংসা করেছেন। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিবাচক ভূমিকা পালন করেছেন। সেই সঙ্গে পুতিনও প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন, যেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। এ সময় পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী বছর রাশিয়া সফরের আমন্ত্রণ জানান। ক্রেমলিনে এস জয়শঙ্করের সঙ্গে দেখা করার পর পুতিন একটি যৌথ সংবাদ সম্মেলন করেন, সেই সম্মেলনে তিনি ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে মন্তব্য করে বলেন, রাশিয়া-ইউক্রেন সংকটের মাঝেই ভারতের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক টানা দ্বিতীয় বছর আত্মবিশ্বাসী গতিতে বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর বৃদ্ধির হারও বেশি । শুধু তেল পণ্য এবং কয়লা উৎপাদন নয়, আমরা ভারতের সঙ্গে উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে কাজ করছি'।

পুতিন বলেন, 'আমরা এটা জেনে খুবই আনন্দিত যে বিশ্বে বর্তমান অস্থির সত্ত্বেও ভারত আমাদের ঐতিহ্যবাহী বন্ধুদের সম্পর্ক ক্রমাগত এগিয়ে নিয়ে চলেছে'। তিনি বলেন, 'ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর অবস্থান আমরা জানি। পুতিন বলেন, 'আমরা আমাদের বন্ধু প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়ায় দেখে খুশি হব। আমরা বর্তমান বিষয় নিয়ে আলোচনা করার এবং রাশিয়া-ভারত সম্পর্কের নতুন সম্ভাবনা নিয়ে কথা বলার সুযোগ পাব' ।
উল্লেখ্য এস. জয়শঙ্কর পাঁচ দিনের রাশিয়া সফরে রয়েছেন। এখানে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেন। এ সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী বছর রাশিয়া সফরের আমন্ত্রণ জানান।

দুই নেতাই সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন – জয়শঙ্কর
এর আগে তার উদ্বোধনী মন্তব্যে, জয়শঙ্কর বলেছিলেন যে দুই রাষ্ট্রনেতা ক্রমাগত নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলেছেন। জয়শঙ্কর 'এক্স'-এ একটি পোস্টে বলেছেন, "আজ সন্ধ্যায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মোদীর প্রশংসা করেছেন পুতিন।''
এ পর্যন্ত ২১ টি বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
এ পর্যন্ত ভারত ও রাশিয়ার মধ্যে পর্যায়ক্রমে ২১টি বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ শীর্ষ সম্মেলনটি ২০২১ সালের ডিসেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। পুতিন আরও বলেন, রাশিয়া ও ভারতের মধ্যে বাণিজ্য বাড়ছে, বিশেষ করে অপরিশোধিত তেল এবং উচ্চ প্রযুক্তি খাতে। তিনি বলেন, “টানা দ্বিতীয় বছরে আমাদের ব্যবসা রকেট গতিতে বাড়ছে। গত বছরের তুলনায় এ বছর বৃদ্ধির হার অনেকটাই বেশি'।

modi Putin
Advertisment