কৃষকদের শক্তিশালী করতে পুরোদমে কাজ করবে সরকার: মোদী

মোদী এদিন বলেন, ‘‘কিষান রেলের সাহায্য়ে অন্য় রাজ্য়ে নিজেদের পণ্য় বিক্রি করতে পারবেন কৃষকরা। কৃষকদের বাজার প্রসারিত করেছে কিষান রেল’’।

মোদী এদিন বলেন, ‘‘কিষান রেলের সাহায্য়ে অন্য় রাজ্য়ে নিজেদের পণ্য় বিক্রি করতে পারবেন কৃষকরা। কৃষকদের বাজার প্রসারিত করেছে কিষান রেল’’।

author-image
IE Bangla Web Desk
New Update
মোদি, pm modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘কৃষকদের শক্তিশালী করতে পুরোদমে কাজ চালিয়ে যাবে সরকার’, কৃষক বিদ্রোহের আবহে ফের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার শততম কিষান রেলের সূচনা করে মোদী এদিন বলেন, ‘‘কিষান রেলের সাহায্য়ে অন্য় রাজ্য়ে নিজেদের পণ্য় বিক্রি করতে পারবেন কৃষকরা। কৃষকদের বাজার প্রসারিত করেছে কিষান রেল’’।

Advertisment

এদিন প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘‘দেশের সেসব প্রান্তে কৃষকরা এবার নিজেদের পণ্য় বিক্রি করতে পারবেন, যেখানে ওই সব পণ্য়ের চাহিদা অনেক বেশি’’। কৃষকদের ক্ষমতায়ন ও আয় বৃদ্ধিতে কিষান রেল পদক্ষেপ বলেও এদিন মন্তব্য় করেছেন প্রধানমন্ত্রী।

অন্য়দিকে, তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমানা লাগোয়া এলাকায় কৃষকদের আন্দোলন ৩৩ দিনে পড়ল। একাধিকবার সরকারপক্ষের সঙ্গে কৃষকদের বৈঠকেও রফা মেলেনি। এই প্রেক্ষাপটে ফের আলোচনার টেবিলে বসছে সরকার ও কৃষকপক্ষ। আগামী ২৯ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর দুপুর ২টো নাগাদ বিজ্ঞান ভবনে সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক।

Advertisment

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi