মহারাষ্ট্রের দাবি, বেলগাঁও এবং আরও কিছু অঞ্চল তৎকালীন ব্রিটিশ বোম্বাই প্রেসিডেন্সির মধ্যে ছিল। বর্তমানে তা কর্ণাটকের মধ্যে পড়ে। কিন্তু সেখানকার লোক মারাঠিভাষী। মহারাষ্ট্র একীকরণ সমিতি নামে আঞ্চলিক সংগঠন বেলগাঁও-সহ ওই অঞ্চলগুলি মহারাষ্ট্রে অন্তর্ভুক্তির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে। ১৭ জানুয়ারি শহিদ দিবস হিসাবে পালন করে তারা। ১৯৫৬ সাল থেকে এই আন্দোলনে বহু মানুষ নিহত হয়েছেন।
আরও পড়ুন প্রাইভেট গাড়িতে মাস্ক না পরলে জরিমানা নয়
এদিন উদ্ধবের কার্যালয়ের তরফে টুইটে জানানো হয়, “কর্ণাটক অধিকৃত মারাঠিভাষী ও সংস্কৃতির অঞ্চলগুলিকে মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হবে। আর এটাই হবে সীমানা বিবাদে শহিদদের প্রকৃত শ্রদ্ধার্ঘ। আমরা ঐক্যবদ্ধ ও দায়বদ্ধ এর প্রতি। প্রতিশ্রুতি পালন করে শহিদদের মর্যাদা দেব।” মহারাষ্ট্রের দাবি, কর্ণাটকের বেলগাঁও, কারওয়ার এবং নিপ্পানির সিংহভাগ মানুষ মারাঠিভাষী। সুপ্রিম কোর্টে দুই রাজ্যের সীমানা বিবাদের মামলা বহুদিন ধরে ঝুলে রয়েছে। তবে শীঘ্রই সরকারিভাবে পদক্ষেপ করবে উদ্ধব ঠাকরে প্রশাসন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন