Advertisment

লাদাখের মানুষের জীবন আরও সহজ করে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী মোদী

শিনকুন লা টানেল নির্মাণের জন্য ১৬৮১.৫১ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র

author-image
IE Bangla Web Desk
New Update
netaji, Netaji Subhas Chandra Bose, PM modi, narendra modi, parakram diwas, droupadi murmi, subash chandra bose, Ie news, news today latest news

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বলেছেন যে তাঁর সরকার লাদাখের মানুষের জীবনকে আরও সহজ করে তুলতে বদ্ধপরিকর। তিনি লাদাখের সাংসদ জামিয়াং সেরিং নামগিয়ালকে ট্যাগ করে একটি টুইটও শেয়ার করেছেন। কেন্দ্রীয় সরকার শিনকুন লা টানেল নির্মাণের জন্য বিপূল পরিমাণ অর্থ মঞ্জুর করেছে। সেখানের পর্যটনকে উত্সাহ দিতে কেন্দ্রের এটি এক বিরাট উদ্যোগ।

Advertisment

কেন্দ্রীয় সরকার লাদাখে ২০২৫ সালের মধ্যে ৪.১ কিলোমিটার দীর্ঘ শিনকুন লা টানেল নির্মাণের জন্য ১৬৮১.৫১ কোটি টাকা মঞ্জুর করেছে। এই বিষয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা সাংসদ জাময়াং সেরিং নামগিয়াল বলেছেন, "লাদাখের সবচেয়ে পিছিয়ে থাকা অঞ্চল জান্সকারের লুংনাক উপত্যকার বাসিন্দারা এই সিদ্ধান্তের জন্য মোদীজিকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়েছেন।" তার টুইট ট্যাগ করে, মোদি টুইট করেছেন, "আমরা লাদাখের মানুষের জীবনকে আরও সহজ করে তুলতে বদ্ধপরিকর”।

এই প্রকল্পের কাজ শেষ হলে লাহৌল ও জান্সকার অঞ্চলের মানুষ সহজে যাতায়াত করতে পারবেন এবং আগামী দিনে এই অঞ্চলের পর্যটনের ক্ষেত্রেও জোয়ার আনবে। সেই সঙ্গে এই অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হবে।

আরও পড়ুন: < করোনার সঙ্গে ক্যান্সারের সম্পর্কটা কী? স্পষ্ট করলেন রামদেব, দাবি ঘিরে অবাক বিশেষজ্ঞরাও >

শিনকুন লা টানেলের দৈর্ঘ্য ৪.১ কিলোমিটার এবং এটি কেন্দ্রশাসিত অঞ্চলের সীমান্ত এলাকায় পৌঁছানোর জন্য সবচেয়ে কম সময়ের পথ। এই টানেল নির্মাণের ফলে সেনাবাহিনীর যে কোন আবহাওয়ায় তাদের সরঞ্জাম সহজেই বহন করতে পারবে। এই টানেল নির্মাণের ফলে নিরাপত্তা বাহিনীর সীমান্ত সংলগ্ন এলাকায় পৌঁছাতে এখন যে সময় লেগেছে তাও অনেকাংশে কমে যাবে। আগামী সময়ে কৌশলগত ও জাতীয় নিরাপত্তার দিক থেকেও এই টানেল গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলছে।

modi Ladakh
Advertisment