Advertisment

'RSS-কে আর সঙ্ঘ পরিবার বলব না', কেন এই ট্যুইট করলেন রাহুল গান্ধী?

‘একটি পরিবারের মধ্যে যে ভাবে মহিলা, বড়দের সম্মান করা হয় কিংবা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালবাসা থাকে তার ন্যূনতমও দেখা যায় না আরএসএস-এর মধ্যে।‘

author-image
IE Bangla Web Desk
New Update
General Election 2024, Rahul Gandhi, Sharad pawar

রাহুল গান্ধি ফাইল ছবি।

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘকে আর পরিবার বলে ডাকব না। বৃহস্পতিবার ট্যুইট করে এমন প্রসঙ্গ উল্লেখ করেন রাহুল গান্ধী। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত, তার কারণও জানিয়েছেন রাহুল। তাঁর মতে, ‘একটি পরিবারের মধ্যে যে ভাবে মহিলা, বড়দের সম্মান করা হয় কিংবা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালবাসা থাকে তার ন্যূনতমও দেখা যায় না আরএসএস-এর মধ্যে।‘

এক দিন আগেই রাহুল অভিযোগ করেছিলেন, উত্তরপ্রদেশে কেরল থেকে আসা কিছু সন্ন্যাসিনীকে যে ভাবে হেনস্থা করা হয়েছে সেটা সম্পূর্ণ সঙ্ঘ পরিবারের চক্রান্ত। তারা এক ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষের সঙ্গে সঙ্ঘাতে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা।

বৃহস্পতিবার হিন্দিতে করা একটি টুইটে রাহুল জানান, তিনি আরএসএস-কে সঙ্ঘ পরিবার বলবেন না। টুইটে রাহুল লেখেন, ‘আমি মনে করি আরএসএস ও তার সঙ্গী সংগঠনকে কখনও সঙ্ঘ পরিবার বলে ডাকা উচিত নয়। কারণ পরিবারে মহিলাদের ও বড়দের সম্মান প্রদর্শন করা হয়। সবার প্রতি সবার একটা টান থাকে। কিন্তু আরএসএস-এ সে সব কিছুই দেখা যায় না। তাই আমি আর আরএসএস-কে সঙ্ঘ পরিবার বলে ডাকব না’।

rahul gandhi RSS Tweet
Advertisment