Advertisment

চব্বিশেও গেরুয়া ঝড়! দৃপ্ত কণ্ঠে কী বললেন নমো?

মোদীর ভাষণের কী নির্যাস?

author-image
IE Bangla Web Desk
New Update
Top quotes from PM Modis speech in Rajya Sabha, রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদীর ভাষণের গুরুত্বপূর্ণ উদ্ধৃতিগুলি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ফাইল ছবি)

আগামী বছর লোকসভা ভোট। মোদী সরকারের জয়ের হ্যাটট্রিক হবে? মঙ্গলবার লালকেল্লায় স্বাধীনতার দিবসের ভাষণে দেশে ফের পদ্ম ফোটার ব্যাপারে প্রত্যয়ী প্রধানমন্ত্রী মোদী। জানিয়ে গেলেন, আগামী বছর ফের এই লালকেল্লায় তিনিই ভাষণ দিতে আসবেন। দেশবাসীর আশা, আকাঙ্ক্ষা, সাফল্য, উন্নয়নের কথা ফের তুলে ধরবেন।

Advertisment

এ দিনের ভাষণে প্রদানমন্ত্রী বলেছেন, '২০১৪ সালে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলাম। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্মের মাধ্যমে সেই প্রতিশ্রুতিকে বিশ্বাসে বদলে দিয়েছি। কঠোর পরিশ্রম করেছি। দেশের জন্য করেছি। জীবনপণ করে তা করেছি। আগামী বছর ১৫ অগস্টের দিন, দেশের সাফল্য, আপনাদের সামর্থ্য ও উন্নতির কথা বলতে ফের এই লালকেল্লায় আসব।' ভারতবাসীকে তাঁর পরিবার বলে সম্বোধন করে তাঁর আরও দাবি যে, 'যে সব প্রকল্পের শিলান্যাস আমি করেছি, তার উদ্বোধনও আমার ভাগ্যে লেখা রয়েছে বলে মনে হচ্ছে। আমি আপনাদের জন্য বাঁচি। আমার যদি স্বপ্ন আসে, তাহলে সেই স্বপ্ন আসে শুধু আপনাদের জন্য। আমার যদি ঘাম হয়, তাহলে আপনাদের জন্য হয়। কারণ, আপনারাই আমার পরিবার। আমি আপনাদের পরিবারের শরিক বলেই আপনাদের জন্য লড়াইয়ের জন্য সঙ্কল্পবদ্ধ।'

মোদীর ভাষণের কী নির্যাস? লালকেল্লা থেকে এ দিন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্যেই স্পষ্ট করতে চাইলেন যে, ২০২৪ সালের লোকসভা ভোটে ফের সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে তাঁর দল বিজেপি। আবারওর সরকার গড়তে চলেছে এনডিএ।

লোকসভা ভোটে জয় পেতে বিজেপির লক্ষ্য কী হতে চলেছে? স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে তা স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেছেন, '২০৪৭ সালে দেশের স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হবে। এটা অমৃতকাল। এই কালখণ্ডের সবচেয়ে সোনালি সময় হল আগামী পাঁচ বছর। তাই আগামী পাঁচ বছর খেয়াল রাখতে হবে যে আমাদের সামান্যতম যেন ভুল না হয়। মনে রাখতে হবে যে, দেশের জন্য সবচেয়ে অশুভ হল তিনটি বিষয়— দুর্নীতি, পরিবারতন্ত্র ও তুষ্টিকরণ। এই তিন অশুভ শক্তির বিরুদ্ধেই আমাদের লড়তে হবে।'

আরও পড়ুন- কীভাবে স্বাভাবিক হবে মণিপুর? লালকেল্লা থেকে বাতলালেন প্রধানমন্ত্রী মোদী

স্থায়ী গড়ার গঠনের আবেদন জানিয়েছে নমো'র প্রতিশ্রুতি, 'মোদী আপনাদের কথা দিচ্ছে, পাঁচ বছরের মধ্যে বিশ্বের তিন বৃহৎ অর্থনীতির মধ্যে অন্যতম হবে ভারত। আমি গত দশ বছরের হিসাব তিরঙ্গাকে সাক্ষী রেখে লালকেল্লা থেকে দিতে চাই। আপনাদেরও মনে হবে এত বড় বদল? এত সামর্থ্য! আগে কেন্দ্র থেকে রাজ্যগুলির কাছে ৩০ লক্ষ কোটি টাকা যেত। গত ৯ বছরে তা বেড়ে ১০০ লক্ষ কোটি টাকা হয়েছে। আগে স্থানীয় প্রশাসনের উন্নয়নের জন্য কেন্দ্র থেকে ৭০ হাজার কোটি টাকা যেত, এখন ৩ লক্ষ কোটি টাকা যায়। আগে গরিবের ঘর বানানোর জন্য ৯০ হাজার কোটি টাকা খরচ হত এখন চার লাখ কোটি টাকা খরচ হয়।'

আরও পড়ুন- ‘আগামী ৫ বছরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে’, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের দাবি-কে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, 'তিনি আগামী বছর আবার জাতীয় পতাকা উত্তোলন করবেন, কিন্তু সেটা নিজের বাড়িতে করবেন।'

bjp PM Narendra Modi NDA modi loksabha election 2024 independence day 2023
Advertisment