করোনার বিরুদ্ধে যুদ্ধ চালানোর সঙ্গে সঙ্গে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা শুরু। চলতি বছরের অগাস্টের আগেই দেশে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করার চেষ্টা চালানো হবে, শনিবার এমনটাই জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী। উল্লেখ্য়, দেশে চতুর্থ দফার লকডাউনের মধ্য়েই আগামী ২৫ মে থেকে ঘরোয়া বিমান পরিষেবা চালু করা হচ্ছে।
এ প্রসঙ্গে হরদীপ সিং পুরী জানিয়েছেন, ''অগাস্টের আগে কিছু সংখ্য়ক আন্তর্জাতিক উড়ান চালু করার চেষ্টা করব। কোন দিন সেটা বলতে পারব না। কিন্তু যদি কেউ বলেন, এটা কি অগাস্ট বা সেপ্টেম্বরের মধ্য়ে করা যাবে, তাহলে আমার জবাব হবে, কেন নয়, পরিস্থিতি কেমন থাকে, তার উপর নির্ভর করবে''।
আরও পড়ুন: Coronavirus News LIVE Updates: নতুন করে আক্রান্ত ৬৫০০, মোট সংখ্যা পেরোল ১লক্ষ ২৫ হাজার
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী আরও জানিয়েছেন, আরোগ্য় সেতু অ্য়াপে সবুজসংকেত পেলে ল্য়ান্ড করার পর যাত্রীদের কোয়ারেন্টিনে থাকতে হবে না।
প্রসঙ্গত, করোনাভাইরাসের থাবায় গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। এর জেরে বন্ধ রয়েছে যাত্রীবাহী বিমান পরিষেবা। বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়, আগামী সোমবার থেকে দেশে ঘরোয়া বিমান পরিষেবা চালু করা হবে।
এদিকে, করোনা আবহে দেশে বিমান চালুর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মতো কয়েকটি রাজ্য়। মুখ্য়মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন মুখ্য়মন্ত্রী।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন