Advertisment

‘ধ্বংসস্তূপে পরিণত হবে’, হামাসকে এবার চরম হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন- ‘আমরা ইজরায়েলের পাশে আছি, সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত’।

author-image
IE Bangla Web Desk
New Update
israel attack, benjamin netanyahu, hamas attack, gaza strip, Israel Hamas conflict",

‘ধ্বংসস্তূপে পরিণত হবে’ হামাসকে চরম হুঁশিয়ারি নেতানিয়াহুর।

‘ধ্বংসস্তূপে পরিণত হবে’ হামাসকে চরম হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দাবি করেছেন, এই যুদ্ধে ইজরাইল জিতবে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, দক্ষিণ ও মধ্য ইকরায়েলে রকেট হামলা চালিয়ে হামাস বড় ভুল করেছে।

Advertisment

ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সেদেশের পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, এই নৃশংসতার বর্বরতার তীব্র নিন্দা জানাই। আমরা ইজরায়েলের পাশে আছি। হামাসের এই হামলা কাপুরুষোচিত এবং অবমাননাকর। আমরা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আমাদের পূর্ণ সাহায্যের বার্তা দিয়েছি।  আগামী ২৪ ঘন্টার মধ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব। ইউরায়েলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।"

ইজরায়েলের ওপর প্যালেস্তাইনের জঙ্গি সংগঠনের নৃশংস হামলার পর বিশ্বের বিভিন্ন দেশ ইজরায়েলের সমর্থনে সুর চড়িয়েছে। এর পর আমেরিকা এখন ইজরায়েলের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে।  একই সঙ্গে  বিশ্বের বৃহত্তম জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইজরায়েলকে যুদ্ধে সব ধরনের সাহায্যের বার্তা দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এরপর তিনি তার বিবৃতিতে বলেন, ‘আমরা ইজরায়েলকে সাহায্য করতে সবরকমভাবে প্রস্তুত’।

নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর জো বাইডেন এক বিবৃতিতে বলেন, "আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে স্পষ্ট বলেছি যে আমরা ই্জরায়েলের সরকার ও জনগণকে সাহায্য করার প্রস্তুত।"

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, "ইজরায়েলের নিজের এবং তার জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে”। নেতানিয়াহুও ইজরায়েলকে সমর্থনের জন্য বাইডেনকে ধন্যবাদ জানান এবং হামাসের বিরুদ্ধে দীর্ঘ অভিযানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ইজরায়েলি সেনাবাহিনী বলেছে যে তাদের সেনা সাতটি জায়গায়  অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করছে, অন্যদিকে ইজরায়েলি নৌবাহিনী বলেছে যে "হামাস" এর সন্ত্রাসবাদীরা আকাশ ও সমুদ্রপথে দেশে অনুপ্রবেশ করেছে। ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে আহতদের মধ্যে অনেককে দক্ষিণ ইজরায়েলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনও হামাসের হামলার নিন্দা জানিয়েছেন। এন্টনি ব্লিঙ্কেন বলেন, "আমরা ইজরায়েলের বিরুদ্ধে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাসে ভয়াবহ হামলার নিন্দা জানাচ্ছি। আমরা ইজরায়েলের সরকার ও জনগণের পাশে রয়েছি। করছি এবং এই হামলায় নিহত ইজরায়েলি জনগণের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি।"

সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, এই হামলায় অন্তত ৭০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলিতে ইজরায়েলে এটাই সবচেয়ে মারাত্মক হামলা। প্রশাসন সূত্রে খবর গাজায় কিছু ইজরায়েলি সেনা ও সাধারণ নাগরিককে বন্দী করেছে হামাস।

সীমান্তে হামাস জঙ্গি গোষ্ঠী ও ইজরায়েলি সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। শনিবার ভোরে ইজরায়েলে নজিরবিহীন হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি সংগঠনের হামাস। এর পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং সতর্ক করেছেন যে এই হামলার কারণে হামাসকে  তার মূল্য দিতে হবে। তারপর থেকে, ইজরায়েল গাজা উপত্যকায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে, যাতে ১৯৮ জনের মৃত্যু হয়েছে বলেই দাবি করা হয়েছে।

এদিকে প্যালেস্তাইন দাবি করেছে যে গাজা উপত্যকায় ইজরায়েলের ভয়াবহ হামলায় এখন পর্যন্ত ১৯৮ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। যদিও ইজরায়েলি সংস্থাগুলি বলেছে যে হামাসের হামলায় ৫৫০ জনেরও বেশি সাধারণ মানুষ আহত হয়েছেন।  অন্যদিকে প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন যে গাজা উপত্যকায় ইজরায়েলি হামলায় ১৬১০ জন আহত হয়েছেন। হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইজরাইল।

Gaza Attack
Advertisment