Advertisment

'পৃথিবী থেকে তাদের অস্তিত্ব মুছে দেব’, ভয়ঙ্কর যুদ্ধের মাঝেই বেনজির হুঁশিয়ারি

যুদ্ধের ভয়াবহতা দেখে শিউরে উঠেছে তামাম বিশ্ববাসী।

author-image
IE Bangla Web Desk
New Update
'Will wipe them off face of earth': Israel's Netanyahu vows to 'destroy' Hamas

যুদ্ধের ভয়াবহতা দেখে শিউরে উঠেছে তামাম বিশ্ববাসী।

'পৃথিবী থেকে তাদের অস্তিত্ব মুছে দেব’, ভয়ঙ্কর যুদ্ধের মাঝেই নেতানিয়াহু হামাসকে 'নিশ্চিহ্ন' করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্যালেস্তাইন জঙ্গি গোষ্ঠীকে ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে তুলনা করেছেন। সেই সঙ্গে হামাস জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন। অপরদিকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন যে পৃথিবীকে বিদায় জানানোর সময় এসেছে হামাসের।  

Advertisment

ইজরায়েল-হামাস মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধের ভয়াবহতা দেখে শিউরে উঠেছে তামাম বিশ্ববাসী। এর মধ্যে হামাস জঙ্গি গোষ্ঠীকে নির্মুল করার ডাক দিয়েছেন  ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক বিবৃতিতে তিনি হামাস জঙ্গিদের আইএসআইএসের সঙ্গে তুলনা করে তাদের নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, "হামাস জঙ্গি গোষ্ঠীর সব সন্ত্রাসবাদীর একটাই পরিণতি.. আর সেটা হল মৃত্যু”।  শনিবার হামাসের আকস্মিক হামলার পর প্রথমবারের মত নেতানিয়াহু হামাসকে ‘নির্মূল’ করার ঘোষণা করেছেন।  তিনি তাঁর বিবৃতিতে বলেন, "হামাস (ইসলামিক স্টেট গোষ্ঠী) এর মতো বর্বর, নৃশংস, আমরা তাদের ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ”।  

অপর দিকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, "আমরা পৃথিবী থেকে থেকে হামাসকে নিশ্চিহ্ন করব।" নেতানিয়াহু সাময়িকভাবে তার রাজনৈতিক মতপার্থক্যকে দূরে সরিয়ে যুদ্ধের মধ্যে বিরোধী দলকে সরকারে অন্তর্ভুক্ত করেছেন। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজও এই নতুন জরুরি সরকারের অন্তর্ভুক্ত হয়েছেন।

রাষ্ট্র সংঘের তথ্য অনুযায়ী, গাজায় ইজরায়েলের হামলায় এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার মানুষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের দখলে থাকা গাজা উপত্যকায় প্রায় তিন লাখ রিজার্ভ বাহিনী মোতায়েন করেছে ইজরাইল।

ইজরায়েল-হামাস যুদ্ধে উভয় পক্ষের প্রায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।  যার মধ্যে গাজা উপত্যকায় ১০০০ হাজার মানুষ নিহত এবং ১২০০ মানুষ ইজরায়েলে প্রাণ হারিয়েছে। প্যালেস্তাইন স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইজরাইলি বিমান হামলায় প্রতি ঘণ্টায় প্রায় ৫১ জন ফিলিস্তিনি নিহত হচ্ছেন।  যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন কয়েক ঘণ্টার মধ্যে ইজরায়েলে পৌঁছানোর কথা রয়েছে।

Israel-Palestine clash
Advertisment