scorecardresearch

সময়ের আগে শেষ সংসদের শীত অধিবেশন! সমাপ্তির দিনেও শাসক-বিরোধী তরজা তুঙ্গে

Parliament Session: ২৪ দিন ব্যাপী চলা এই অধিবেশন ১৮ বার বসেছে। পাশ হয়েছে ১১টি গুরুত্বপূর্ণ বিল।

Parliaments Winter Session ends bill passed in loksabha and rajyasabha
রাজ্যসভা ও লোকসভার অধিবেশন স্থগিত হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য।

Parliament Session: সফল সংসদের শীতকালীন অধিবেশন। এই ঘোষণা করে একদিন আগেই মোদি সরকার ইতি টানল অধিবেশনে। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেন, ’২৪ দিন ব্যাপী চলা এই অধিবেশন ১৮ বার বসেছে। পাশ হয়েছে ১১টি গুরুত্বপূর্ণ বিল। লোকসভার ক্ষেত্রে ৮৫% সাফল্য আর রাজ্যসভার জন্য ৪৮% সাফল্য।‘ সরকার সুত্রে খবর, এই অধিবেশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কৃষি আইন প্রত্যাহার এবং নির্বাচন বিল ২০২১ পাশ করা।

১২ জন সাংসদের সাসপেনশনের মাধ্যমে শুরু হওয়া শীতকালীন অধিবেশন প্রথম থেকে উত্তপ্ত ছিল। সাসপেনশনের প্রতিবাদে সংসদ চত্বরে চলেছে অবস্থান বিক্ষোভ। ভিতরেও সোচ্চার হয়েছিলেন বিরোধী দলের সাংসদরা। লখিমপুর-কাণ্ডে অভিযুক্তের বাবা কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবিতেও সরব ছিল বিরোধীরা। যদিও এই অধিবেশনে ঠাণ্ডা মাথায় গণতন্ত্রকে খুন করা হয়েছে। এমন অভিযোগ তুলেছে তৃণমূল। দলের সাংসদ ডেরেক ও ব্রায়েনের ট্যুইট, ‘সরকার অধিবেশনের প্রতিটা দিন নষ্ট করেছে। এখন সাংবাদিক বৈঠক করে ঠাণ্ডা মাথায় গণতন্ত্র হত্যার পিছনে যুক্তি দিচ্ছে। বিরোধীরা যখনই বলার সময় পেয়েছে তখনই রুল বুক থেকে সরকারপক্ষকে শিক্ষা দিয়েছে।‘

এদিকে, এই অভিযোগ মানতে নারাজ সংসদ বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, ‘বিরোধীরাই সংসদের অধিবেশনে বাধা দিয়েছে। আমাদের লক্ষ্য ছিল মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা। আমরা সময় দিয়েছিলাম, কিন্তু বিরোধীরা তৈরি ছিলেন না। সেই সময় সংসদে অর্থমন্ত্রীও উপস্থিত ছিলেন। তাই এই ধরনের অভিযোগ ভিত্তিহীন আগামি দিনে বিরোধীদের উচিত সংসদে সচলে ভূমিকা নেওয়া।‘

অপরদিকে, অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন। সাংবিধানিক ভাষায় সময়ের একদিন আগেই ইতি টানা হল সংসদের শীতকালীন অধিবেশনে। যদিও এদিন সংসদের উচ্চকক্ষ মুলতুবি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।

তিনি সাংসদদের উদ্দেশে বলেন, ‘সম্মানীয় সদস্য শীতকালীন অধিবেশন আজকেই সমাপ্ত হল। গোটা অধিবেশনের কার্যকলাপ প্রত্যাশার অনেক নীচে ছিল। আপানার নিজেরা আত্মসমীক্ষা করুন। কীভাবে আরও ভাল করা যেত অধিবেশনের কাজ। আমি নিজে থেকে কিছুই বলতে চাই না। এতে সমস্যার তৈরি হবে।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Winter session of parliament called off one day ahead while government sees success in sitting national