scorecardresearch

সংক্রমণ সামান্য কমলেও চিন্তা বাড়াচ্ছে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা, ১৬ হাজারের গণ্ডি পার

শুক্রবার, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩হাজার ৯৫ জন।

PM Narendra Modi, PM Modi, PM Modi News, PM Modi Meeting, Covid19, Covid19 case, Coronavirus, Coronavirus News

২৪ ঘন্টার ব্যবধানে সামান্য কমল করোনা সংক্রমণ, স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৯৯৪ জন। কিন্তু চিন্তা বাড়াচ্ছে সক্রিয় সংক্রমণের সংখ্যা। অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে ১৬,৩৫৪ জন। মৃত্যু হয়েছে ৯ জনের

শুক্রবার, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩হাজার ৯৫ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৩হাজার ১৬। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কোভিড মোকাবিলায় ইতিহাস সৃষ্টি করেছে। মহামারীর চরম সংকটে দেশবাসীকে রক্ষার পাশাপাশি, অন্যান্য দেশকেও সাহায্য’র হাত বাড়িয়ে দিয়েছে ভারত।  

এদিকে দিল্লির সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার বলেছিলেন যে দিল্লি সরকার কোভিড সংক্রমণ বৃদ্ধির দিকে নজর রাখছে এবং “যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে সরকার পুরোপুরি প্রস্তুত”।

দিল্লিতে কোভিড পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নিয়ে পরে সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, আপাতত চিন্তা করার দরকার নেই এবং সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বৃহস্পতিবার দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৯৫ জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়ায় ১২.৪৮ শতাংশ বুধবার, দিল্লিতে করোনা আক্রান্ত হন ৩০০ জন। ৩১ আগস্টের পর প্রথমবার, যখন দিল্লিতে পজিটিভিটি রেট ছুঁয়েছে ১৩.৮৯শতাংশে বেড়েছে। বুধবারও দিল্লিতে  কোভিড-আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: With 2994 cases in last 24 hours india sees slight dip in covid infections