করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে দেশজুড়ে চরম উদ্বেগ ছড়িয়েছে। এই আবহে এবার মহারাষ্ট্রে আরও ৮ ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল। সব মিলিয়ে মারাঠাভূমে ওমিক্রন হানায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪০। বাণিজ্যনগরী মুম্বইয়ে এখনও পর্যন্ত ১৪ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। এছাড়াও মহারাষ্ট্রের লাতুর, নাগপুর, পুণে-সহ বেশ কয়েকটি এলাকায় করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার শুরু থেকেই সবচেয়ে বেশি উদ্বেগ ছিল মহারাষ্ট্রকে নিয়ে। শুরু থেকেই মারাঠাভূমে করোনার দাপট ছিল সবচেয়ে বেশি। দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রামিত রাজ্য মহারাষ্ট্র। এবার ভাইরাসের নয়া প্রজাতিও ঘুম কাড়ছে মারাঠাভূমের। এখনও পর্যন্ত ৪০ ওমিক্রন আক্রান্তের হদিশ মহারাষ্ট্রে। এব্যাপারে রাজ্য সরকারের তরফে দায়িত্বপ্রাপ্ত ডক্টর প্রদীপ আওয়াতে জানিয়েছেন, রাজ্যে ওমিক্রন আক্রান্ত ৮ জন পুরুষে বয়স ২৯ থেকে ৪৫ বছরের মধ্যে। তাঁদের মধ্যে রয়েছেন পুণের ৪ জন। তাঁরা দুবাই থেকে ফিরেছিলেন।
মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তি মুম্বই থেকে আমেরিকায় গিয়েছিলেন। আরও একজন কল্যাণ-ডাম্বিভলি থেকে নাইজেরিয়ায় গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এদিকে শুক্রবার মহারাষ্ট্রে নতুন করে ৯০২ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। সব মিলিয়ে রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৬ লক্ষ ৪৭ হাজার ৮৪০।
আরও পড়ুন- ভারতে ওমিক্রনের সেঞ্চুরি পার, উদ্বিগ্ন কেন্দ্র, জরুরি ভ্রমণ- বড় জমায়াত এড়ানোর পরামর্শ
দেশে বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বর্তমানে এ দেশে ওমিক্রন হানায় কাবু বেড়ে ১১৩। দেশের ১১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে শুক্রবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল।
তাঁর কথায়, ‘ওমিক্রন বিশ্বের ৯১টি দেশে ছড়িয়েছে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেও ওমিক্রন দ্রুত গতিতে ছড়ায় বলে সতর্ক করেছে হু। দক্ষিণ আফ্রিকায় ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের হার নিম্নমুখী ছিল, তা সত্ত্বেও ওমিক্রন সংক্রমিত হয়েছে হু হু করে। ওমিক্রনকে ঠেকাতে সংক্রমণ চেইন ভাঙা প্রয়োজন বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।’
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন