Advertisment

সাপ-ইঁদুরের উৎপাতে কাজ শিকেয়, আতঙ্কে কাঁটা পুরনিগমের কর্মীরা

অফিসের জায়গায় জায়গায় ইঁদুর ধরার ফাঁদ পেতে রাখা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
With snakes and rats in offices, staffers of Pune corporation run for cover

পুরসচিবের অফিসর একতলায় প্রচুর ইঁদুরের উৎপাত।

মহারাষ্ট্রের অন্যতম প্রাচীন এবং ধনী পুরনিগম হল পুনে কর্পোরেশন। কিন্তু পুরনো এই পুরনিগমের অফিসের বেহাল দশা চোখ কপালে তুলেছে সবার। মেঝেয় দৌড়ে বেড়াচ্ছে ইঁদুর, ঘুরছে সাপ। যাতে আতঙ্কে কাঁটা কর্মীরা। মেঝেয়, আলমারিতে ইঁদুরের মুক্তাঞ্চল। পুর কর্তৃপক্ষ এতটা বিরক্ত যে সাপ-ইঁদুরের ঝামেলা থেকে বাঁচতে কড়া ব্যবস্থা নিতে চলেছে।

Advertisment

সম্প্রতি পুনে কর্পোরেশনের সাভারকর ভবনে প্রধানমন্ত্রী আবাস যোজনার সেলের অফিসে একটি সাপ দেখা গিয়েছিল। তাতেই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় কর্মীদের। তার পরই তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনেন। মুথা নদীর তীরে বালগন্ধর্ভ রংমন্দিরের কাছে একটি ভবনে এই সেলের অফিস রয়েছে। একতলায় সেই অফিসেই এখন নাভিশ্বাস উঠেছে কর্মীদের।

একজিকিউটিভ ইঞ্জিনিয়ার যুবরাজ দেশমুখ জানিয়েছেন, "নদীর কাছে হওয়ায় এই ভবনটিতে সাপ ঢুকে পড়ছে। আমরা চেষ্টা করছি বের করার কিন্তু অফিসের আসবাবের কোণায় লুকিয়ে পড়ছে সাপটি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত অফিস ভবনের উপরের তলায় স্থানান্তর করার নির্দেশ দিয়েছে।" প্রধানমন্ত্রী আবাস যোজনার মহিলা কর্মীরা অফিসে বসতে রাজি নন। তাঁরা চান দ্রুত অন্যত্র অফিস নিয়ে যাওয়া হোক।

এদিকে, আরও একটি সমস্যা সামনে এসেছে। পুরসচিবের অফিসর একতলায় প্রচুর ইঁদুরের উৎপাত। নবনির্মিত ভবনে এই মুষিকের জ্বালায় অতীষ্ট কর্মীরা। তাঁরা ভয় পাচ্ছেন, জরুরি কাগজপত্র নষ্ট করে দেবে ইঁদুর। পুরসচিব শিবাজি দাউন্দকর জানিয়েছেন, "বিষয়টি পুরস্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে। কিন্তু যতক্ষণ না কোনও ব্যবস্থা হচ্ছে, অফিসের জায়গায় জায়গায় ইঁদুর ধরার ফাঁদ পেতে রাখা হয়েছে। এখনও পর্যন্ত ৬টি ইঁদুর ধরা পড়েছে। আরও রয়েছে অফিসে।"

Pune Municipal Corporation
Advertisment