Advertisment

সজ্জন জিন্দালের জনপ্রিয় মডেল-অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, 'ভিত্তিহীন' বলেই দাবি শিল্পপতির

৩০ বছর বয়সী এক মডেল-অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল কোটিপতি ব্যবসায়ীর বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
sajjan jindal rape case

এক বিবৃতিতে, শিল্পপতি সজ্জন জিন্দাল অভিযোগগুলি মিথ্যা এবং ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন। (ছবি: Twitter@sajjanjindal)

ধর্ষণের অভিযোগ শিল্পপতি সজ্জন জিন্দালের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করেছেন শিল্পপতি। পাশাপাশি তিনি তদন্তে সার্বিক সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।

Advertisment

৩০ বছর বয়সী এক মডেল-অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল কোটিপতি ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই মহিলা ধর্ষণের অভিযোগে মামলা করেছে বিকেসি থানায়। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে নির্যাতিতা জানান ঘটনাটি ঘটে ২০২২ সালের ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার নাগাদ। যদিও সজ্জন জিন্দাল মহিলার অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, জিন্দাল তার বিবৃতিতে বলেছেন, "তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, যেহেতু তদন্ত চলছে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করব না।" এর পাশাপাশি বিবৃতিতে পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য মিডিয়াকে অনুরোধ করা হয়েছে'।

অভিযোগকারিনী ওই মডেল অভিনেত্রী অভিযোগ করেছেন তিনি বলেছেন যে কয়েক বছর আগে দুবাইয়ে একটি ক্রিকেট ম্যাচে ৬৪ বছর বয়সী জিন্দালের সাথে তার দেখা হয়েছিল। এর পর দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে।

৩০ বছর বয়সী মডেল অভিযোগ করেন ২০২২ সালের জানুয়ারিতে মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সংস্থার সদর দফতরের পেন্টহাউসে এই অপরাধ সংঘটিত হয়েছিল। তিনি আরও বলেন, ধর্ষণের আগে তারা দক্ষিণ মুম্বইয়ের জিন্দাল ম্যানশনে দেখা করেছিলেন। ধর্ষণের পর সজ্জন জিন্দাল তাকে এড়িয়ে চলছিল বলেও অভিযোগ।

আরও পড়ুন : < বল হাতে দাপিয়ে বেড়ালেন জয়শঙ্কর, খালিস্তান ইস্যুতে কানাডাকে ফের বোলিং অ্যাকশনে ক্লিন বোল্ড >

১৩ ডিসেম্বর, মহিলার অভিযোগের ভিত্তিতে, জিন্দালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৫৪ এবং ৫০৬ ধারায় একটি এফআইআর দায়ের করা হয়। অভিযোগকারী বলেছেন, "বন্ধু হওয়ার পরে, আমরা নম্বর মুম্বইতে দেখা করি কারণ জিন্দাল আমার ভাইয়ের কাছ থেকে সম্পত্তি কেনার আগ্রহ দেখিয়েছিল।" মহিলা জানিয়েছেন, জিন্দাল তাকে বিবাহ সম্পর্কিত সমস্যার কথা বলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন'।

মহিলা দাবি করেছিলেন যে '২০২২ সালের জানুয়ারিতে জিন্দাল তাকে পেন্টহাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। শুধু তাই নয়, ২০২২ সালের জুনে আমার নম্বর ব্লক করার আগে ওই ব্যবসায়ী তাকে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে ভয়ানক পরিণতির হুমকি দিয়েছিলেন'। রবিবার এক বিবৃতিতে, জিন্দাল অভিযোগগুলিকে "মিথ্যা এবং ভিত্তিহীন" বলে অস্বীকার করেছেন।

আরও পড়ুন : < Premium: ‘চিকিৎসা জাদুঘর’, যুগান্তকারী সৃষ্টির অভাবনীয় নজির গড়ার পথে বিলেত ফেরত প্রবীণ চিকিৎসক >

এই বছরের ৫ ডিসেম্বর, মহিলা বোম্বে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন, এই অভিযোগে যে পুলিশ তার অভিযোগ দায়ের করার পরও কোনও ব্যবস্থা নেয়নি । ১২ ডিসেম্বর, বিকেসি পুলিশ হাইকোর্টকে জানায় যে মহিলার বক্তব্য রেকর্ড করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।

পরের দিন, ১৩ ডিসেম্বর একটি এফআইআর দায়ের করা হয়। একদিন পরে, পুলিশ আদালতকে জানায় যে মহিলার বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং IPC -এর একাধিক ধারায় শিল্পপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার এক বিবৃতিতে জিন্দালের অফিস বলেছে “মিঃ সজ্জন জিন্দাল এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ অস্বীকার করেছেন। পুরো তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু তদন্ত চলছে, তাই এই বিষয়ে বিশেষ মন্তব্য না করাটাই শ্রেয়। পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য অনুরোধ করছি।”

rape
Advertisment