দিল্লির নন্দ নগরী এলাকায় একটি জ্বলন্ত ই-রিকশার ভিতরে আটকে পড়ে পুড়ে মৃত্যু হল এক মহিলার। আগুনের গ্রাসে আরও ২ যাত্রী গুরুতর আহত হন। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।
জানা গিয়েছে দিল্লির নন্দ নগরী এলাকায় টোটো করে নির্ধারিত গন্তব্যে যাওয়ার সময় টোটো থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। টোটোতে থাকা তিন যাত্রী চালককে সতর্ক করেন।এরপরই বিপদ বুঝে চালক চলন্ত টোটো থেকে লাফ দেন। যাত্রীরা নামার আগেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় টোটোটিতে। জ্বলন্ত ই-রিকশার ভিতরে আটকে পড়ে পুড়ে মৃত্যু হয় বছর-৪২-এর ওই মহিলার।
পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত চালক রতন লালকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে পুলিশ জানিয়েছে ই-রিকশার ব্যাটারি ত্রুটির কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে।