Advertisment

ফের ভ্যাকসিন নিয়ে মৃত এক মহিলা, অস্বীকার স্বাস্থ্য আধিকারিকদের

"আজ সকালে ওই মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বৃহস্পতিবার গুড়গাঁওয়ে করোনাভাইরাসকে টিকা দেওয়ার পর শুক্রবার মৃত্যু হয় এক স্বাস্থ্যকর্মী মহিলার। যদিও স্বাস্থ্য আধিকারিকরা টিকার সঙ্গে সমস্ত যোগসূত্র অস্বীকার করেছেন। আধিকারিকদের মত, রাজবন্তী নামের ওই মহিলাকে কোভিড টিকা দেওয়া হলেও কোনও প্রতিক্রিয়ার খবর নথিভুক্ত হয়নি।

Advertisment

ওই মহিলা ভাঙ্গরোলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (পিএইচসি) কর্মরত ছিলেন। গুরগাঁওয়ের চিফ মেডিকেল অফিসার (সিএমও) ডাঃ বীরেন্দ্র যাদব বলেন, "আজ সকালে ওই মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। তার ভিসেরা হিস্টোপ্যাথ এবং রাসায়নিক পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।"

এএফআই কমিটির প্রাথমিক প্রতিবেদনটি সরাসরি ভ্যাকসিনের কারণে মৃত্যুর সঙ্গে সম্পর্কিত করতে পারেনি। মৃত্যুর সম্ভাব্য কারণ হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়েছে। তবে পোস্টমর্টেম রিপোর্টের ভিসেরা ও এফএসএল রিপোর্টের পরে মৃত্যুর চূড়ান্ত কারণ পাওয়া যাবে।

তবে মৃত মহিলার পরিবার অভিযোগ করেছেন যে তারা সন্দেহ করেছেন যে এই ভ্যাকসিনের কারণে তিনি মারা গিয়েছেন। তার স্বামী লাল সিংহ সরোহা বলেন, “গত রাতে আমরা একসঙ্গে খাবার খেয়েছিলাম এবং স্বাভাবিকভাবে ঘুমাতে গিয়েছিলাম। সকালে, আমি যখন সকাল ৬টার দিকে তাঁকে জাগানোর চেষ্টা করি, তখন সে কোনও প্রতিক্রিয়া জানায় না। কোনও সাড়া পাইনি। আমরা তাকে জরুরি ভিত্তিতে মেদন্ত হাসপাতালে নিয়ে যাই তবে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। ”

“তার রক্তচাপ বা অন্য কোনও ধরণের অসুস্থতা ছিল না। তিনি ধারাবাহিকভাবে তার দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। তবে এটি হঠাৎ হঠাৎ ঘটেছে বলে আমরা সন্দেহ করি যে এই ভ্যাকসিনের কারণে তার মৃত্যু হয়েছে। "

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment