Advertisment

সেলফি তুলতে গিয়ে ২৭ তলা থেকে পড়ে মৃত্যু মহিলার

২৭ তলার বারান্দায় দাঁড়িয়ে সেলফি তুলছিলেন এক মহিলা। আর সেই সেলফি তোলাই কাল হল। আচমকাই ২৭ তলা থেকে পড়ে মৃত্যু হল পর্তুগিজ ওই শিক্ষিকার।

author-image
IE Bangla Web Desk
New Update
selfie, সেলফি

২৭ তলা থেকে পড়ে যাওয়ার সেই মুহূর্ত। ছবি: ইউটিউব/ইন্ডিয়ান এক্সপ্রেস।

আবারও প্রাণ কাড়ল সেলফি! না, এবার এদেশে নয়। সেলফির নেশায় মত্ত হয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে এবার প্রাণ খোয়ালেন এক বিদেশিনি। ঘটনাস্থল পানামা। ২৭ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন এক মহিলা। আর সেই সেলফি তোলাই কাল হল। সেলফি তুলতে গিয়েই আচমকাই ২৭ তলা থেকে পড়ে মৃত্যু হল ওই মহিলার। 'ডেইলি মেল' সূত্রে এমনই খবর।

Advertisment

পানামার এল ক্যাংরিজো এলাকায় লাক্সার টাওয়ারের ২৭ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই পর্তুগিজ মহিলার। সেলফি তুলতে তুলতে ২৭ তলা থেকে মহিলার পড়ে যাওয়ার ভিডিও এই মুহূর্তে ঘুরছে সোশাল দুনিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে যে, মহিলাকে ওভাবে আচমকা পড়ে যেতে দেখে পথচারীরা চিৎকার করছেন "লুক অ্যাট হার" বলে।

src="https://www.youtube.com/embed/zLUCFgC7vmo" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
আরও পড়ুন: সেলফি নিয়ে ঝকমারি, ট্যুরিস্ট মৃত্যুর পর গোয়ার সৈকতে লাল পতাকা

দুর্ঘটনার খবর পাওয়ার ১০ মিনিট বাদে ঘটনাস্থলে ছুটে আসে প্রাথমিক চিকিৎসা করার একটি দল। কিন্তু শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। সূত্র মারফৎ জানা গিয়েছে, মৃতার এক বন্ধু তাঁর পরিচয় দিয়ে জানিয়েছেন, ওই মহিলা দুই সন্তানের মা। শিক্ষিকার কাজে সম্প্রতি যোগ দিয়েছলেন তিনি। সে কাজেই পানামা এসেছিলেন। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে মনে করা হচ্ছে, হাওয়ার ধাক্কায় ভারসাম্য হারিয়ে ওই মহিলা পড়ে যান।

Read the full story here in English: Horrific moment when woman falls off building while taking a selfie

International news
Advertisment