অস্ট্রেলিয়ায় খুন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা। রাস্তার পাশে আবর্জনায় স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ওই মহিলার মৃতদেহ। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। এদিকে মহিলার বাবা-মায়ের দাবি জামাই তাঁদের মেয়েকে খুন করেছে। ভারতীয় বংশোদ্ভূত বছর ৩৬-এর চৈতন্য মাধগনি স্বামী-সন্তানের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকতেন।
বিদেশের মাটিতে খুন হলেন এক ভারতীয় মহিলা। চৈতন্য মাধাগনি নামের বছর ছত্রিশের এক যুবতীর খুনের ঘটনায় সন্দেহের তির মহিলার স্বামীর দিকেই। মহিলাকে হত্যার পরই ছেলেকে নিয়ে ভারতে ফিরে আসেন মহিলার স্বামী। সন্তানকে মহিলার মা-বাবার হাতে তুলে দিয়েই গা ঢাকা দেন তিনি।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি অস্ট্রেলিয়ায় খুন করেন নিজের স্ত্রীকে। এর পরই ছেলেকে নিয়ে হায়দরাবাদে ফিরে আসেন। সেখানে শ্বশুর-শাশুড়ির কাছে সন্তানকে তুলে দেন। মৃতার বাবা-মায়ের অভিযোগ, জামাই যে তাদের মেয়েকে যে হত্যা করেছেন। সে কথাও স্বীকারও করেছেন তিনি। তবে পুলিশ এখনও অভিযুক্ত ব্যক্তির সন্ধান পায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
আরও পড়ুন : < Locket Chatterjee-Rachana Banerjee: জমে ক্ষীর হুগলি! ‘দিদি নং ১’ রচনা প্রতিপক্ষ, শুনেই চমকে দেওয়া মন্তব্য লকেটের! >
হায়দরাবাদের উৎপল বিধায়ক ভান্ডারি লক্ষ্মী রেড্ডি মৃত মহিলার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রককের কাছে আবেদন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির দফতরকেও এই বিষয়ে জানানো হয়েছে। মহিলার বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন তিনি।বিধায়ক ভান্ডারি লক্ষ্মী রেড্ডি আরও বলেছেন, 'মহিলার বাবা-মায়ের দেওয়া তথ্য অনুসারে, জামাই পরিকল্পনা করে তাদের মেয়েকে হত্যা করেছে '।