Woman to death in Bengaluru: পিজিতে ঢুকে পরপর কোপ প্রাক্তন প্রেমিকাকে, তৃতীয় ব্যক্তির প্রবেশেই কী এই নারকীয় খুন?

অভিযুক্ত বিহারের বাসিন্দা অভিষেককে গ্রেফতার করে কী কারণে খুন জানতে চাইছেন আধিকারিকরা।

অভিযুক্ত বিহারের বাসিন্দা অভিষেককে গ্রেফতার করে কী কারণে খুন জানতে চাইছেন আধিকারিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengaluru murder

সিসিটিভি ফুটেজ স্ক্রিনগ্র্যাব করে অভিযুক্তকে ধরা।

ব্যাঙ্গালুরুর পেয়িং গেস্টে বিহারের তরুণী খুনে সাফল্য পেল পুলিশ। বছর ২৪-র ওই তরুণীকে খুনের ঘটনায় পুলিশ ইতিমধ্যে মূল অভিযুক্তকে মধ্যপ্রদেশ থেকে গ্রাফতার করেছে।

Advertisment

জানা গিয়েছে খুনের ঘটনায় ধৃত অভিষেক ছিলেন ওই মহিলার প্রাক্তন প্রেমিক। তিনিও বিহারের বাসিন্দা। তাকে ইতিমধ্যে বেঙ্গালুরুতে আনা হয়েছে। জেরা করা কী কারনে খুন তা খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ব্যাঙ্গালুরু পুলিশের এক সিনিয়র আধিকারিক। এর আগে পিজিতে তরুণী খুনের তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে অভিষেকের খোঁজ পায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যক্তিগত সম্পর্কের কারণে বিরোধ এবং তার থেকে হাতাহাতি, খুনের ঘটনা ঘটেছে।

মৃতা কৃতি কুমারীও বিহারের বাসিন্দা। গত মার্চ থেকে তিনি ব্যাঙ্গালুরুর একটি পিজিতে ছিলেন। মঙ্গলবার রাত ১১টা নাগাদ পেয়িং গেস্টেই ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই তরুণী। পরে তার মৃত্যু হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ,অভিষেক নিয়মিত পিজিতে যেতেন এবং তার বান্ধবীর সঙ্গে ঝগড়া-বিবাদ প্রায়ই লেগে থাকত।

Advertisment

আরও পড়ুন - < Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর আগেভাগে জেনে নিন! নয়তো ১ অগাস্ট থেকেই ঘোর সমস্যায় পড়তে পারেন! >

Kirti Kumari
কৃতি কুমারী
bengaluru Murder