স্বামী নন, বাবা-মার সঙ্গে থাকার ইচ্ছেকেই অগ্রাধিকার দিল সুপ্রিম কোর্ট

কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেন অঞ্জলির স্বামী ইব্রাহিম সিদ্দিকী। তিনি জানান, অঞ্জলিকে বিয়ে করার জন্য ফেব্রুয়ারিতে ধর্ম পরিবর্তন করতে হয়েছিল তাঁকে।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme-court

স্বামী নয়, বাবা-মার সঙ্গেই থাকতে চান মেয়ে, আর তাঁর দাবিকেই অগ্রাধিকার দিল সুপ্রিম কোর্ট। সোমবার ছত্তিশগড়ের অঞ্জলি জৈনকে তাঁর পিতামাতার সঙ্গেই যেতে অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্র, এ এম খানওয়ালকার এবং ডি ওয়াই চন্দ্রচূড়ের একটি বেঞ্চ আলোচনায় বসে বছর ২৩-এর ওই মহিলার সঙ্গে।

Advertisment

কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেন অঞ্জলির স্বামী ইব্রাহিম সিদ্দিকী। আবেদনকারী জানান, ধামতারির অঞ্জলি জৈনকে বিয়ে করার জন্য চলতি বছর ফেব্রুয়ারিতে ধর্ম পরিবর্তন করতে হয়েছিল সিদ্দিকীকে, এবং হিন্দুমতে আরিয়ন আর্য নাম গ্রহণ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, অঞ্জলির পরিবার তাঁকে অঞ্জলির সঙ্গে দেখা করতে বাধা দিত।

সোমবার অঞ্জলিকে কোর্টে তোলা হলে বেঞ্চ তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনা করে এবং বিস্তারিত জানতে চাওয়া হয় তাঁর সম্পর্কে। নামধাম সহ তাঁকে প্রশ্ন করা হয় কোথায় তাঁর আসল বিবাহ হয়েছিল এবং কেনই বা তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকতে চাইছেন না।

আরও পড়ুন: কেরালার বন্যা আক্রান্তদের জন্য ত্রাণ সংগ্রহে মঞ্চে গাইলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি

Advertisment

উত্তরে অঞ্জলি জানান, তিনি প্রাপ্তবয়স্ক এবং আরিয়নকে বিয়ে করেছেন কিছুদিন আগে, তবে তিনি তাঁর বাবা-মার সঙ্গেই থাকতে চাইছেন। তিনি আরও জানান এটা তাঁর নিজস্ব পছন্দ, এই বিষয়ে তিনি কারও দ্বারাই প্ররোচিত হননি। আদালত তাঁর এই বিবৃতি বিবেচনা করে, তাঁকে বলা হয় তিনি চাইলে বাবা-মার সঙ্গেও থাকতে পারেন কিংবা কোনও হস্টেলেও থাকতে পারেন।

এদিন বেঞ্চের মতামত ছিল, "তিনি স্পষ্টভাবে বলেন যে, তিনি তাঁর স্বামীর সঙ্গে যেতে চান না, পিতামাতার কাছেই ফিরে যেতে চান। অঞ্জলির পূর্বের মতামতের ভিত্তিতে আমরা তাঁকে বাবা-মার কাছে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছি। যদিও আমরা বিবাহ সংক্রান্ত কোনও বিষয়ের উপর মন্তব্য থেকে বিরত থাকি। তবে যেহেতু তিনি প্রাপ্তবয়স্ক, তাই তিনি কোথায় থাকতে চান তাঁর সেই সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছে আদালত।"

আদালতের তরফে বলা হয়েছে বিবাহের বৈধতা এ ক্ষেত্রে গ্রাহ্য হবে কী না, পুরোটাই নিম্ন আদালত দ্বারা পরিচালিত হবে।

supreme court