Mumbai Doctor Assaulted: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনে উত্তাল রাজ্য। আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এই আবহে রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের এক হাসপাতালে মদ্যপ অবস্থায় রোগী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মহিলা রেসিডেন্ট চিকিৎসককে লাঞ্ছনার ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শরীরে আঘাত নিয়ে ওই রোগী যখন হাসপাতালে আসেন চিকিৎসা করাতে তখনই রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেন ওই মহিলা চিকিৎসক। অভিযোগ তখনই মহিলা চিকিৎসককে অশ্রাব্য ভাষায় গালিগালাজের করেন আহত ব্যক্তি।
হাসপাতালের তরফে ডাঃ মোহন জোশি বলেন, “হাসপাতালের বাইরে দুটি গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়। তাতে করে জখম হন ওই ব্যক্তি। তার ঠোঁটে এবং নাকে আঘাতের চিহ্ন ছিল। এর পরে, তিনি হাসপাতালে আসেন চিকিৎসা করাতে। যথাযথ পদ্ধতি মেনেই চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসা চলাকালীন রোগীর আত্মীয় ও চিকিৎসকের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ও বাকবিতণ্ডা হয়। তখনই রোগীর আত্মীয়রা চিকিৎসকের মুখে চিকিৎসা সরঞ্জাম ছুঁড়ে মারেন। পাশাপাশি ওই চিকিৎসককে আঁচড়ে দেওয়া হয়"।
< Mpox outbreak: আতঙ্কের আরেক নাম মাঙ্কিপক্স! ভারতে ঝুঁকি কতটা? কী জানালো স্বাস্থ্য মন্ত্রক? >
ঘটনা প্রসঙ্গে এক পুলিশ কর্তা বলেন, “রোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ইএনটি বিভাগের চিকিৎসকের কিছু বচসা হয়। এরপর তারা ওই চিকিৎসককে লাঞ্ছনা করে। তিনি তার সহকর্মীদের সঙ্গে সঙ্গে বিষয়টি জানান এরপর খবর দেওয়া হয় থানায়।” ইতিমধ্যে ওই চিকিৎসকের বক্তব্য রেকর্ড করেছে এবং রোগী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।