'দ্য কেরালা স্টোরি' ছবিটি নিয়ে রাজনৈতিক তোলপাড়ের মধ্যেই মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে এক চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। যা নিয়ে ফের দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক। বিরোধী দলগুলি অভিযোগ করেছে বিজেপি এক নির্দিষ্ট লক্ষ্যকে সামনে নিয়ে এই ছবিটি প্রচার করছে। ভারতীয় জনতা পার্টির অনেক নেতাই ছবিটির সমর্থনে সুর চড়িয়েছেন। এবার সংবাদ শিরোনামে বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। নার্সিং পাঠরতা তরুণীকে মুসলিম যুবককে বিয়ে না করার নিদান দিয়েছেন তিনি। যা নিয়ে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। জানা গিয়েছে তিনি ১৯ বছর বয়সী মেয়েটিকে 'দ্য কেরালা স্টোরি' দেখিয়ে সম্পর্ক ছেড়ে চলে আসার জন্য জোর করেন বিজেপি সাংসদ।
মেয়েটি যে যুবককে ভালবেসে পালিয়ে বিয়ে করেছেন তার নাম ইউসুফ। বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর মেয়েটিকে যুবকের থেকে দূরে থাকার পরামর্শ দেন। এর সঙ্গে সঙ্গে তাঁকে সঙ্গে নিয়ে 'দ্য কেরালা স্টোরি' ছবিটিও দেখানো হয়। মেয়েটি নার্সিং-এর পড়ুয়া। পরিবারের লোকজন মেয়েটির অমতে বিয়ে ঠিক করেছিল। ৩০ মে তার বিয়ে হওয়ার কথা ছিল। এর মাঝেই মেয়েটি তার পছন্দের মুসলিম যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের।
মেয়েটির পরিবারের অভিযোগ ইউসুফ তাকে ফুসলিয়ে তুলে নিয়ে গেছে। পরিবারের লোকজন থানায় আরও দাবি করেন, পালিয়ে যাওয়ার সময় মেয়েটি তার সঙ্গে থাকা বাড়ি থেকে নগদ টাকা ও গহনা নিয়ে যায়। পরিবারের আরও অভিযোগ, ইউসুফ একজন অপরাধী।
পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মেয়েটির ঠিকানা খুঁজে তার সঙ্গে যোগাযোগ করেন। মেয়েটি সাফ জানিয়ে দেয়, তিনি তার প্রেমিকের সঙ্গেই থাকবেন। পুলিশের সামনে সে জানায় যে সে তার নিজের ইচ্ছায় ইউসুফের সঙ্গে রয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, ইউসুফের বিরুদ্ধে প্রায় ৫-৬টি অপরাধের মামলা রয়েছে। একই সঙ্গে মেয়ের এই পদক্ষেপে হতবাক পরিবারের সদস্যরা।