Advertisment

পরকীয়ার শাস্তি; ত্রিপুরায় জুতোর মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে পেটানো হল মহিলাকে

গ্রামবাসীদের একাংশের দাবি, ৪৫ বছরের সঞ্জীব দাসের সঙ্গে অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মহিলা। স্ত্রীকে খুন করার অভিযোগে সঞ্জীবকে দিন দুয়েক আগে থেকেই রাখা হয়েছে পুলিশি হেফাজতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আশ্চর্য সমাপতন। বৃহস্পতিবার ব্যাভিচারকে অপরাধ হিসেবে গণ্য না করার ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। আর ঠিক সেই সময়েই ভাইরাল হল এমন ভিডিও। বছর চল্লিশের এক মহিলাকে জুতোর মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে মারছে গ্রামবাসীর দল। মহিলার সারা মুখে মাখানো হয়েছে কালি। মহিলার দোষ? প্রতিবেশীর সঙ্গে নাকি জড়িয়ে পড়েছেন 'অবৈধ সম্পর্কে'।

Advertisment

বুধবারের ঘটনা। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৮২ কিলোমিটার দূরে গোমতী জেলার পূর্ব রাঙামাটি গ্রামে ঘটেছে এই নৃশংস ঘটনা। স্থানীয় থানায় গ্রামের তিন মহিলার বিরুদ্ধে তাঁকে হেনস্থা করার অভিযোগ করেছেন নিগৃহীতা। গোমতী নবদ্বীপ জামাটিয়া থানার পুলিশের এএসপি সাংবাদিকদের জানিয়েছেন, ওই মহিলা নিরক্ষর হওয়ায় তৃতীয় ব্যক্তি মারফত তাঁর অভিযোগের লিখিত বয়ান নেওয়া হয়েছে।

আরও পড়ুন, ব্যভিচার আইন সেকেলে, অসাংবিধানিক: সুপ্রিম কোর্ট

"ঘটনার তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে," জানিয়েছেন এএসপি। নিগৃহীতাকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে, যেখানে তাঁর চিকিৎসা চলছে।

অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক শৌভিক দে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, "আমরা তদন্ত করে দেখছি ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল। অভিযোগকারী মহিলা জানিয়েছেন, তিনি মাঠে কাজ করার সময় ঘটনাটি ঘটে। গ্রামবাসীদের  একাংশের দাবি, ৪৫ বছরের সঞ্জীব দাসের সঙ্গে অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মহিলা। স্ত্রীকে খুন করার অভিযোগে সঞ্জীবকে দিন দুয়েক আগে থেকেই রাখা হয়েছে পুলিশি হেফাজতে।

অমরাপুর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, তদন্তের খাতিরে নিগৃহীতা এবং সঞ্জীব, দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হবে।

Advertisment