Advertisment

আর মন মানছে না, প্রেমের টানে পাকিস্তানে যাওয়া অঞ্জু এবার ভারতে ফিরতে মরিয়া

কয়েক মাস গড়াতে না গড়াতেই ছন্দপতন?

author-image
IE Bangla Web Desk
New Update
Woman who travelled to Pakistan to marry Facebook friend seeks NOC to meet children in India , আর মন মানছে না, প্রেমের টানে পাকিস্তানে যাওয়া অঞ্জু এবার ভারতে ফিরতে মরিয়া

অঞ্জু ওরফে ফতেমা।

প্রেমের টানে নিজের স্বামী, সন্তান ছেড়ে আলওয়ারের বধূ পৌঁছে গিয়েছিলেন পাকিস্তানে। ধর্ম বদলে বিয়ে করেছিলেন খাইবার পাখতুনখওয়ার বাসিন্দা প্রেমিক নাসরুল্লাকে। সংসারে মজে ছিলেন এতদিন। কিন্তু কয়েক মাস গড়াতে না গড়াতেই ছন্দপতন। পাকিস্তানে আর ভাল লাগছে না অঞ্জুর। এবার ফিরতে চান দেশে, মায়ার টানে। কী এমন হল যে দেশে ফিরে আসতে চান অঞ্জু ওরফে ফাতিমা?

Advertisment

পাকিস্তানের নাসরুল্লার প্রতি মোহভঙ্গ? অঞ্জুর বর্তমান স্বামী সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পাকিস্তানে চলে এলেও সন্তানদের জন্য তাঁর খুব দুশ্চিন্তা হচ্ছে। তাদের সঙ্গে দেখা করার জন্য ওঁর মন আকুলিবিকুলি করছে। তাই সন্তানদের সঙ্গে দেখা করতেই ভারতে যাবেন তিনি।

অগস্টে, পাকিস্তান অঞ্জুর ভিসা এক বছর বাড়িয়েছিল। তাঁর স্বামী নাসরুল্লা বলেছেন, 'অঞ্জুর ভারতে যাওয়ার আবেদন করা হয়েছে, আমরা ইসলামাবাদের স্বরাষ্ট্র মন্ত্রকের এনওসি-র (নো অবজেকশন সার্টিফিকেট) জন্য অপেক্ষা করছি। এনওসি প্রক্রিয়াটি কিছুটা দীর্ঘ এবং এটি সম্পূর্ণ হতে সময় লাগে। এনওসি প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আমার স্ত্রী ভারতে যাবেন।'

চলতচি বছর জুলাইয়ে রাজস্থানের আলওয়ার থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় চলে গিয়েছেন অঞ্জু। ফেসবুকে আলাপ হওয়া প্রেমিক নাসরুল্লার সঙ্গে তাঁর বিয়ে এবং ধর্ম পরিবর্তন করে অঞ্জু থেকে ফতিমা হওয়ার খবর প্রকাশ্যে আসতে হইচই পড়ে যায়। প্রথমে এসব কিছু অস্বীকার করেছিলেন অঞ্জু। তবে, প্রেমিক নাসরুল্লা সংবাদমাধ্যমে অঞ্জুকে বিয়ে করেছেন বলে দাবি করেন।

অঞ্জু অবশ্য জানিয়েছিলেন, পাকিস্তানে যাওয়ার বিষয়টি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। বিষয়টি নিয়ে এত শোরগোল হওয়ায় ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত থেকে তখন তিনি সরে এসেছিলেন। তবে সব কিছু স্বাভাবিক হলেই তিনি ভারতে ফিরবেন। তাহলে কী ফের পাকিস্তানে ফিরে যাবেন ফতেমা? তাঁর বর্তমান স্বামী নাসরুল্লা বলেছেন, 'তিনি অবশ্যই ফিরে আসবেন কারণ পাকিস্তান এখন তার বাড়ি।'

India pakistan
Advertisment