Advertisment

করোনা হয়নি, অথচ রিপোর্ট পজিটিভ! শেষে ছাড়া পেলেন মহিলা

জানা যাচ্ছে, শামলি জেলায় এক মহিলাকে ভুলবশত করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই মহিলার নামের সঙ্গে আরেক মহিলার নাম এক।

author-image
IE Bangla Web Desk
New Update
shamli coronavirus mistaken identity, শামলি, সামলি, উত্তরপ্রদেশ, up coronavirus mistaken identity, করোনাভাইরাস, shamli wrong coronavirus patient, up wrong coronavirus patient, india news, indian express bangla

প্রতীকী ছবি।

তাঁর শরীরে থাবা বসায়নি করোনা। অথচ তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ। এমন কাণ্ডই ঘটেছে উত্তরপ্রদেশে। জানা যাচ্ছে, শামলি জেলায় এক মহিলাকে ভুলবশত করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই মহিলার নামের সঙ্গে আরেক মহিলার নাম এক। আর এতেই গোলমাল হয়েছে। সে কারণেই ল্য়াবরেটরিতে নমুনা উলটপালট হয়ে গিয়েছে।

Advertisment

শুক্রবার ওই মহিলাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই হাসপাতালেই তাঁকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। যদিও ওই মহিলার আসল করোনা পরীক্ষার ফল এখনও মেলেনি। শামলির অতিরিক্ত চিফ মেডিক্য়াল অফিসার পি কুমার জানিয়েছেন, একটা ভুল হয়েছে। মিরাট মেডিক্য়াল কলেজের রিপোর্টে বলা হয়েছে এক মহিলা করোনা আক্রান্ত কিন্তু তা আসলে অন্য় আরেক মহিলা। দু'জনেরই একই নাম।

আরও পড়ুন: Corona Lockdown Situatione Live Updates: দেশে করোনা আক্রান্ত ২৪৫০৬ জন, ৪ নতুন হটস্পটে যাচ্ছে কেন্দ্রীয় দল

জানা গিয়েছে, এক সপ্তাহ আগে হরিয়ানার পানিপথ থেকে শামলি জেলার রাগানা গ্রামে ফিরেছিলেন ওই মহিলা ও তাঁর পরিবার। এরপরই তাঁদের নমুনা মেডিক্য়াল কলেজে পাঠানো হয়। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর তাঁদের সাবধানতা অবলম্বন করতে বলে স্বাস্থ্য় দফতর। বৃহস্পতিবার রাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় ওই মহিলাকে। তাঁর পরিবারের আরও ৩ সদস্য়কে কোয়ারেন্টাইনে রাখা হয়।

ওই মহিলা যে এলাকায় থাকেন, তা সিল করেছে প্রশাসন। শুক্রবার সকালে জানা যায় যে ভুলবশত ভাবে ওই মহিলাকে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment