scorecardresearch

নারী পুরুষের আয় সমান হতে আর মাত্র ২০২ বছর

গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট বলছে, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কিছুটা কমেছে। পরিসংখ্যান বলছে ০.১ শতাংশ। অর্থাৎ ১০৮ বছরের মধ্যে এই সমস্ত ক্ষেত্রে মহিলা এবং পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠিত হবে। 

নারী পুরুষের আয় সমান হতে আর মাত্র ২০২ বছর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে, খুশির খবর। লিঙ্গ বৈষম্য নাকি পৃথিবীর বুক থেকে ফিকে হয়ে আসছে ক্রমশ। এরকম চলতে থাকলে আর ২০২ বছরের অপেক্ষা। ব্যাস, তারপর নারীপুরুষের অর্থনৈতিক আয়ে আর ফারাক থাকবে না কোনও।

মঙ্গলবার প্রকাশিত হওয়া গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট বলছে, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কিছুটা কমেছে। পরিসংখ্যান বলছে ০.১ শতাংশ। অর্থাৎ ১০৮ বছরের মধ্যে এই সমস্ত ক্ষেত্রে মহিলা এবং পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন, ঘরেই সবচেয়ে বেশি বিপদ মেয়েদের: রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা

গত বছর লিঙ্গ বৈষম্যের পরিসংখ্যান বেশ হতাশাজনক ছিল। বিগত এক দশকের মধ্যে গত বছর নারী ও পুরুষের মধ্যে লিঙ্গ বৈষম্যের পরিমাণ ভয়াবহ ভাবে বেড়ে গিয়েছিল।

রাষ্ট্রপুঞ্জের মহিলা শাখার আঞ্চলিক ডিরেক্টর আন্না কারিন জ্যাটফর্স বলেছেন, “২০২ বছরটা একটু বেশিই সময় নয় কি? সারা বিশ্ব জুড়ে আমরা দেখতে পাচ্ছি, একটা দেশ যতই উন্নত হোক না কেন, লিঙ্গ সাম্য আসেনি কোথাও। এটাই সত্যি”।

সমস্ত দেশের মধ্যে লিঙ্গ বৈষম্য সবচেয়ে কম কোন কোন দেশে, তার একটি তালিকা তৈরি করেছে রাষ্ট্রপুঞ্জ। তালিকায় প্রথমেই রয়েছে আইসল্যান্ড। আইসল্যান্ড ১০ বছর ধরেই রয়েছে শীর্ষে। এশিয়ার মধ্যে লিঙ্গ সাম্যের ভিত্তিতে এগিয়ে রয়েছে ফিলিপিন্স। শিক্ষা, বেতন, রাজনীতি সব ক্ষেত্রেই লিঙ্গ বৈষম্য তেমন প্রকট নয় ফিলিপিন্সে।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Women are on track to earn the same as men in 202 years