scorecardresearch

ব্রিটেনের মাটিতে তিরঙ্গার অসম্মান, নীরবতা ভেঙে গর্জে উঠলো বিদেশমন্ত্রক

এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে।

Khalistani attack on UK indian high commission, Union External Affairs Minister Dr S Jaishankar, UK news, London news, BJYM Bengaluru, amritpal singh, amritpal singh arrest, Khalistan, Punjab news, Waris Punjab de, national security act, waris punjab de news, amritpal singh news, amritpal singh case live updates, amritpal singh case, amritpal singh arrest, amritpal singh news update, punjab news, punjab internet suspended, punjab police, bhagwant mann, waris punjab de amritpal singh, waris punjab de news",
এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে।

ব্রিটেনের মাটিতে তিরঙ্গার চূড়ান্ত অসম্মান, নীরবতা ভেঙে এবার গর্জে উঠলো বিদেশমন্ত্রক। সরাসরি ব্রিটেন সরকারের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ সামনে আনা হয়েছে। সেই সঙ্গে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে ব্রিটেনের সরকার নিরাপত্তা প্রদানে পুরোপুরি ব্যর্থ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন, কোন দেশের দূতাবাস বা হাই কমিশনর প্রাঙ্গনকে সুরক্ষিত রাখা এবং যথাযথ নিরাপত্তা প্রদান করা সেই দেশের কর্তব্য। ব্রিটেনের মাটিতে তিরঙ্গার চূড়ান্ত অসম্মান হতেই গর্জে উঠেছেন তিনি।

পাঞ্জাব কাণ্ডের আঁচ গিয়ে পড়েছে ব্রিটেনেও। পাঞ্জাব পুলিশ শনিবার অমৃতপালের বিরুদ্ধে একটি বড়সড় অভিযানে নামে। যদিও তার নাগাল না ছুঁতে পারলেও ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অমৃতলাল সিংয়ের কাকা ও তার গাড়ির চালককে। গত রবিবার লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থীরা। সেই সময় হাইকমিশনের ভারতীয় পতাকা নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে দিল্লি। ইতিমধ্যেই দিল্লিতে তলব করা হয়েছে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে। সোশ্যাল মিডিয়ায় রবিবার একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে একজন শিখ ব্যক্তি জাতীয় পতাকা নামিয়ে দিচ্ছে। এরপরই নড়েচড়ে বসে তাই ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয় এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে বিদেশমন্ত্রক।

বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, এটা প্রত্যাশিত যে ব্রিটেনের সরকার ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করবে, এবং তাদের দ্রুত গ্রেফতার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Wont accept differential security standards jaishankar breaks silence on khalistani attack on indian mission