অমিত বাগারিয়া, ‘
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরের সঙ্গে কাজ করার দাবি তোলা এই হ্যান্ডেলটির বিশেষ পরিচিতি বিভিন্ন বিষয়ে ভোট দেওয়ার আহ্বান করে পোস্ট করার জন্য। কীরকম সেই পোস্টগুলো?
উদাহরণ ১)
এদের মধ্যে কাকে আপনি থাপ্পড় মারতে চান? এরপর চারটি অপশন, চারজন বিরোধী নেতানেত্রীর ছবি।
উদাহরণ ২)
ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিতে বাধা দিচ্ছে এমন কোন দেশদ্রোহীর মুখ বন্ধ করে দেওয়া উচিত? এরপর তিনটি অপশনে এক বিরোধী রাজনৈতিক নেতা, এক ইসলাম ধর্মপ্রচারক, ও এক সাংবাদিকের ছবি।
উদাহরণ ৩)
এদের মধ্যে কোন সাংবাদিক গুরুত্বপূর্ণ খবর ঘুষ নিয়ে চেপে যেতে পারে? এরপর চারজন সাংবাদিকের ছবি।
উদাহরণ ৪)
‘হটেস্ট পার্টি স্পোকসপার্সন?’’ বিভিন্ন রাজনৈতিক দলের চারজন মহিলা মুখপাত্রের ছবি।
প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে বহু কাজের সাথী এই টুইটার হ্যান্ডেলই শুধু নয়, একই মালিকানা থেকে আসা আরও ২৭টি হ্যান্ডেল ব্লক করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
আরও পড়ুন, ১০ মিলিয়ন ফেক ফলোয়ার্স নরেন্দ্র মোদীর, রাহুলের ২ মিলিয়ন ফেক ফলোয়ার্স
ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফ থেকে টুইটারের সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থার এক মুখপাত্র জানান, হেনস্থা বা মুখ বন্ধ করার ভয় দেখানোর ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
অমিত বাগারিয়া অবশ্য এসবে দমে যাচ্ছেন না। এ ব্যাপার নিয়ে তথ্য মন্ত্রকের সঙ্গে দেখা করছেন তিনি। একই সঙ্গে অমিত জানিয়েছেন, ভারতে লোকঠকানো ও জালিয়াতির অভিযোগে টুইটারের বিরুদ্ধে আমেরিকায় ৩০০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করবেন তাঁরা।