বিশ্বজুড়ে একটাই সুখবর করোনা ভ্যাকসিন। ইউরোপ, আমেরিকার মত দেশগুলিতে করোনার নয়া পর্যায় শুরু হলেও সারা বিশ্ব যেভাবে করোনা ভ্যাকসিন তৈরি করছে সেখানেই নয়া আশারও তৈরি হচ্ছে। রাষ্ট্রসংঘের স্বাস্থ্য প্রধান শুক্রবার এই বিষয়টি উল্লেখ করে জানান যে 'এখন সেই সময় যখন বিশ্ববাসী অতিমারী শেষের স্বপ্ন দেখতে পারেন।'
তিনি এও বলেন এই ভাইরাস মানবতাকে সবচেয়ে খারাপ সময় দেখিয়েছে। সকলের আত্মত্যাগ, বিজ্ঞানের এই উন্নতিতে ধীরে ধীরে সুস্থ হচ্ছে বিশ্ব। তবে বেশ কয়েকটি দেশে করোনার বাড়বাড়ন্ত প্রসঙ্গে তিনি বলেন, যেখানেই ষড়যন্ত্রের শুরু সেখানেই ভাইরাস বাড়ছে।
রাষ্ট্রসংঘের সাধারণ সভার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে বিশ্ব জুড়ে ১.৫ মিলিয়ন মানুষের মৃত্যু, ৬২ মিলিয়ন আক্রান্ত করোনায়। অর্থনীতি বিধ্বস্ত। সব মিলিয়ে করোনা পরিস্থিতি মোটেও আশা যোগাচ্ছে না। এই অবস্থায় বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। শুক্রবার গবেষক ও করোনা বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে আলোচনামূলক সভা রেখেছেন।
ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, "খারাপের শেষ দেখতে পাচ্ছি। অন্ধকার কেটে আলো আসছে। তবে ভ্যাকসিন সবার সমানভাবে পাওয়া উচিত। এটা কুক্ষিগত করে রাখার বিষয় নয়। এখানে সাম্যতা বজায় রাখা উচিত।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন