ক্রিকেট জ্বরে আক্রান্ত গোটা দেশ। আগামীকাল মহারণ। একদিকে কাপ জয়ের হাতছানি। অন্যদিকে অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপ ফাইনালের আগে সেজে উঠেছে আহমেদাবাদ। ফাইনালে মাঠে থেকে টিম-ইণ্ডিয়াকে চিয়ার আপ করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে হাজির থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী-উপ-প্রধানমন্ত্রীকেও। সব মিলিয়ে আগামীকালের এই হাইভোল্টেজ ম্যাচের আগে রক্তচাপ বেড়েছে দেশবাসীর।
১৯ নভেম্বর অর্থাৎ আগামীকাল রবিবার ভারত ও অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। উত্তেজনাপূর্ণ মেগা ম্যাচ দেখতে আহমেদাবাদ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদীও। তাঁর সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসকেও আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বকাপ ২০২৩ সালের ফাইনাল ম্যাচ দেখার জন্য।
আগামীকাল দুপুরে আহমেদাবাদ পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইনাল ম্যাচ দেখার পর তিনি গান্ধীনগর রাজভবনে রাতে থাকবেন। পরের দিন অর্থাৎ ২০ নভেম্বর রাজস্থানের নির্বাচনী সফরে যাবেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে।গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শুক্রবার গান্ধীনগরে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন প্রশাসন সূত্রে খবর, মোট ৪৫০০ নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে।
ভারতীয় দল বৃহস্পতিবার সন্ধ্যায় আহমেদাবাদ পৌঁছেছে। অস্ট্রেলিয়ান দল শুক্রবার শহরে পৌঁছেছে। শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলন করেছে ভারতীয় দল। রবিবার ম্যাচের আগে ভারতীয় বায়ুসেনার বিখ্যাত সূর্যকিরণ অ্যারোবেটিক্স টিমের একটি এয়ার শো করার কথা রয়েছে।
২০ বছর পর ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া
২০ বছর পর এই প্রথমবার ভারত এবং অস্ট্রেলিয়া একদিনের বিশ্বকাপ ফাইনালে একে অপরের মুখোমুখি হবে। এর আগে ২০০৩ সালে বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে। এই ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছিল। এতে ভারতীয় দল হেরে যায় ১২৫ রানে।
আহমেদাবাদে ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী মোদী, পারফর্ম করবেন প্রীতম
আগামীকালের ফাইনালের আগে উত্তেজনায় ফুটছে গোটা দেশ। ফাইনাল ম্যাচকে আরও জমকালো করে তুলতে করা হয়েছে বিশেষ আয়োজন। ভারতীয় বায়ুসেনা দশ মিনিটের একটি এয়ার শো প্রদর্শন করবে। পাশাপাশি সুরকার প্রীতমের একটি পারফরম্যান্সেও সাক্ষী থাকতে চলেছে আহমেদাবাদ স্টেডিয়াম। ভারতীয় বায়ুসেনার নয়টি বিমান এই এয়ার-শো’তে অংশ নেবে।
ম্যাচের হাফ টাইম চলাকালীন, এখন পর্যন্ত বিশ্বকাপ জয়ী সব দলের অধিনায়কদের বিসিসিআইয়ের পক্ষ থেকে সম্মান জানানো হবে। এর মধ্যে যেমন রয়েছে কপিল দেব তেমনই থাকবেন মহেন্দ্র সিং ধোনি।