World Hindi Day 2025 :১০ জানুয়ারি পালিত হয় বিশ্ব হিন্দি দিবস। হিন্দি ভাষার গুরুত্ব এবং হিন্দি ভাষার প্রসার বিশ্বব্যাপী প্রচারের লক্ষ্যেই আজকের এই দিনটি পালিত হয়। ২০০৬ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হাত ধরেই বিশ্ব হিন্দি দিবসের সূচনা হয়। ভারতে হিন্দি ভাষাভাষীর সংখ্যা কয়েক কোটি। তথ্যের জন্য জানিয়ে রাখা দরকার হিন্দি ভারতের ৬০ কোটিরও বেশি মানুষের মাতৃভাষা। গত কয়েক বছরে হিন্দি ভাষা খুব দ্রুত বিকশিত হচ্ছে। আপনি জেনে অবাক হবেন যে ভারত ছাড়াও অনেক দেশেই হিন্দি ভাষাভাষীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে ।
নেপাল এবং পাকিস্তানে হিন্দি ভাষা প্রচলিত
ভারতের প্রতিবেশী দেশ নেপালেও হিন্দি ভাষা প্রচলিত। নেপালে মাতৃভাষা নেপালি হলেও বহু মানুষ সেদেশে হিন্দি ভাষায় কথা বলেন। একইভাবে পাকিস্তানের জাতীয় ভাষা উর্দু কিন্তু পাকিস্তানে বসবাসকারী লোকেরাও হিন্দি ভাষা খুব ভালো বোঝেন অনেকে হিন্দিতে কথাও বলেন।
শ্রীলঙ্কা এবং ভুটানেও হিন্দিভাষী মানুষ রয়েছে
শ্রীলঙ্কায় হিন্দি ভাষাভাষীর প্রচুর মানুষ রয়েছেন। তবে শ্রীলঙ্কার তিনটি সরকারি ভাষা হল তামিল, ইংরেজি এবং সিংহলী। ভুটানের সরকারী ভাষা হল জংখা, তবে ভুটানে হিন্দি ভাষাতে কথা বলা হয়।
এই দেশগুলিতে হিন্দিভাষী মানুষও রয়েছে
ভারত ছাড়াও, যেসব দেশে হিন্দি ভাষা প্রচলিত, তার মধ্যে রয়েছে বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের মতো দেশ। বিশ্ব হিন্দি দিবসে আপনি এটা জেনে গর্বিত হবেন হিন্দি ভাষা বলতে এবং বুঝতে পারেন এমন মানুষ বিশ্বের এই সমস্ত দেশে বসবাস করেন।