scorecardresearch

দিল্লি পুলিশ ইচ্ছাকৃতভাবে যন্তর-মন্তরে বিক্ষোভে বাধা দিচ্ছে, অভিযোগ প্রতিবাদী কুস্তিগিরদের

স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, ইতিমধ্যেই ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে দুটি এফআইআর দায়ের হয়েছে।

Wrestlers Protest

জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর চেয়ে দায়ের করা একটি আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। তার কয়েক ঘণ্টা পরে, বৃহস্পতিবার বিক্ষোভকারী কুস্তিগিররা জানালেন যে জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধানকে গ্রেফতার না-করা পর্যন্ত দিল্লির যন্তর-মন্তরে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

বিষয়টি হল, আন্দোলনকারী কুস্তিগিরদের মধ্যে তিন মহিলা কুস্তিগির, জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, আদালত খবর নিয়ে দেখে যে, দিল্লি পুলিশের কাছে ইতিমধ্যেই বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছে। এসব দেখেই তিন মহিলা কুস্তিগিরের আবেদনের ওপর বিচারপ্রক্রিয়া বন্ধ করে দেয় শীর্ষ আদালত।

এই প্রসঙ্গে বৃহস্পতিবার প্রতিবাদী কুস্তিগিররা প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টের আদেশকে সম্মান করি। সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের প্রতিবাদ কোনও ধাক্কা খায়নি। বরং, আমাদের জন্য যা কিছু করা সম্ভব, শীর্ষ আদালত করেছে। প্রতিবাদ চলবে। আমাদের কাছে সমস্ত বিকল্প খোলা আছে। সিনিয়রদের সঙ্গে পরামর্শ করার পরে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ করব।’

প্রতিবাদী কুস্তিগিরদের অভিযোগ, দিল্লি পুলিশ তাঁদের সঙ্গে সহযোগিতা করছে না। উলটে তাঁদের পদে পদে বাধা দিচ্ছে। বিক্ষোভকারী কুস্তিগিরদের অভিযোগ, বুধবার রাত ১১টার দিকে, কুস্তিগিররা ঘুমের জন্য ভাঁজ করা বিছানা নিয়ে আসার সময় পুলিশ বাধা দিয়েছিল। যার জেরে হাতাহাতি হয়েছে। কর্তব্যরত পুলিশকর্মীরা আন্দোলনের স্থলে বিছানা নিয়ে আসার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। দিল্লি পুলিশ দাবি করেছিল যে নিয়ম অনুযায়ী প্রতিবাদের জায়গায় এই জাতীয় জিনিস আনার অনুমতি নেই।

আরও পড়ুন- ক্ষমতায় এলে কংগ্রেস নিষিদ্ধ করতে চায়, কেন বজরং দলকে বাঁচাতে ঝাঁপাচ্ছেন মোদী?

ভিনেশ ফোগত ও সাক্ষী মালিকের অভিযোগ, এই সব যুক্তি তুলে পুরুষ পুলিশ অফিসাররা তাঁদের গালিগালাজ করেছেন। তাঁদের ধাক্কা দিয়েছেন। যাঁর জেরে তাঁদের চোখের জল পর্যন্ত ফেলতে হয়েছে। এসব দেখে এই ধরনায় শামিল কুস্তিগির সঙ্গীতা ফোগতের ভাই দুষ্মন্ত-সহ দুই কুস্তিগির প্রতিবাদ জানান। তাঁদের সঙ্গে পুলিশ আধিকারিকদের হাতাহাতি হয়। যার জেরে দুষ্মন্ত-সহ দুই কুস্তিগির আহত হয়েছেন বলেই অভিযোগ করেছেন ভিনেশ ফোগত ও সাক্ষী মালিক। আর, গীতা ফোগত অভিযোগ করেছেন যে যন্তর-মন্তরে পৌঁছনোর আগেই তাঁদের হেফাজতে নেওয়া হয়েছিল। তিনি গোটা ঘটনায় দিল্লি পুলিশের তীব্র নিন্দা করেছেন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Wrestlers have accepted sc decision but they said protests at jantar mantar will continue