সিদ্ধান্ত বদলালেন কুস্তিগিররা। গঙ্গায় পদক ফেলার আগে কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিলেন বজরং-ভিনেশ-সাক্ষীরা। যন্তর মন্তরে একমাসেরও বেশি সময় ধরে প্রতিবাদ করার পর, ভারতের শীর্ষ কুস্তিগির ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া শেষ পর্যন্ত গঙ্গায় তাঁদের পদক বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেন। সেইমতো তাঁরা হরিদ্বারে পদক বিসর্জন দিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু, দেশের জন্য বহু কষ্টে অর্জিত পদক বিসর্জন দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাতীয় এবং আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগিররা।
দেশের হয়ে আন্তর্জাতিক দুনিয়ায় তাঁরা পদক জিতেছেন। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না-হওয়ায় তাঁরা পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ভারতের সম্মান আন্তর্জাতিক দুনিয়ায় বাড়িয়ে দেওয়া কুস্তিগিরদের আরও অবাক করেছে দিল্লি পুলিশের আচরণ। তাঁদের বিক্ষোভ বন্ধ করতে যতরকম আইনি প্যাঁচ, সবই ব্যবহার করেছে দিল্লি পুলিশ। এমনকী, তাঁদের দীর্ঘসময় আটকও করে রেখেছে। গ্রেফতারের হুমকি দিয়েছে। দেশের সেরা কুস্তিগিরদের সঙ্গে, আন্তর্জাতিক দুনিয়ার কুস্তিগিরদের সঙ্গে সাধারণ চোর-ডাকাতের মত আচরণ করেছে।
আর এসবের প্রতিবাদেই মঙ্গলবার থেকে ইন্ডিয়া গেটে আমরণ অনশনের কথা জানিয়েছিলেন প্রতিবাদী কুস্তিগিররা। প্রতিবাদীদের মধ্যে ভিনেশ ফোগত বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী। বজরং পুনিয়া টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে। সাক্ষী মালিক ২০১৬ সালের রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে। দেশকে আন্তর্জাতিক কুস্তিতে সাফল্যের মুখ দেখানো এই কুস্তিগিরদের অভিযোগ, জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে। অভিযুক্ত ব্রিজভূষণ জাতীয় শিবিরে যৌন হয়রানি করেছেন কুস্তিগিরদের। তারপরও অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না-বলেই আন্দোলনকারী কুস্তিগিরদের অভিযোগ।
প্রতিবাদে রবিবার তাঁরা নতুন সংসদ ভবনে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেদিনই এই নতুন সংসদ ভবন উদ্বোধন করা হয়েছিল। কিন্তু, দিল্লি পুলিশ কুস্তিগিরদের আটকে দেয়। শুধু তাই নয়, দেশের সেরা কুস্তিগিরদের অপরাধীর মত দিল্লি পুলিশ বাহিনী টেনে নিয়ে যায় এবং আটকে রাখে। পাশাপাশি আন্দোলনকারী কুস্তিগির ও তাঁদের সহযোগী অন্যান্য প্রতিবাদীদের বিরুদ্ধে দাঙ্গা, দায়িত্ব পালনে সরকারি কর্মচারীকে বাধা দেওয়ার মত বিভিন্ন কড়া ধারায় মামলা করা হয়। কুস্তিগিররা দিল্লির যন্তর-মন্তরে প্রতিবাদ জানাচ্ছিলেন। তাই দিল্লি পুলিশও যন্তর মন্তরে বিক্ষোভের জায়গা থেকে কুস্তিগিরদের তাঁবু, গদি এবং অন্যান্য জিনিসপত্র সরিয়ে দেয়। তারই প্রতিবাদে কুস্তিগিরদের এই পদক বিসর্জনের সিদ্ধান্ত।