Advertisment

ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশে তুঙ্গে প্রস্তুতি, রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির দিল্লি পুলিশ

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর ৭ জুন কুস্তিগীরদের আশ্বাস দেন ১৫ জুনের মধ্যে চার্জশিট দাখিল করবে দিল্লি পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Brij Bhushan to flex political muscles at Ayodhya rally

এফআইআর দায়ের করার পর থেকে সিং রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে ছিলেন।

WFI প্রধানের বিরুদ্ধে কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগে চার্জশিট পেশের জন্য দিল্লি পুলিশ ইতিমধ্যেই রাউজ অ্যাভিনিউ আদালতে পৌঁছেছে৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) এর বিদায়ী প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের তোলা যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় দিল্লি পুলিশ বৃহস্পতিবার চার্জশিট পেশ করবে। দিল্কলি পুলিশের র্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

Advertisment

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর ৭ জুন অলিম্পিক পদক বিজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকের সঙ্গে দেখা করে প্রতিবাদী কুস্তিগীরদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধের পাশাপাশি আশ্বাস দিয়েছিলেন যে এই মামলায় ১৫ জুনের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। এক সিনিয়র পুলিশ আধিকারিক বলেছেন, "যেহেতু মন্ত্রী কুস্তিগীরদের আশ্বাস দিয়েছেন যে ১৫ জুন (বৃহস্পতিবার) মামলায় চার্জশিট দাখিল করা হবে, তাই আমরা তা অনুসরণ করব।"

তথ্য চেয়েছে দিল্লি পুলিশ

কর্মকর্তারা বলেছেন যে তদন্ত চলাকালীন, দিল্লি পুলিশ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের যৌন হয়রানির অভিযোগের বিষয়ে তথ্য চেয়ে আরও পাঁচটি দেশের রেসলিং অ্যাসোসিয়েশনকে চিঠি লিখেছে, তাদের উত্তরের অপেক্ষায় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জবাব পাওয়ার পরই পূর্নাঙ্গ চার্জশিট দাখিল করা হবে। টুর্নামেন্টের ছবি এবং ভিডিও, ম্যাচ চলাকালীন কুস্তিগীররা যেখানে অবস্থান করেছিল তার সিসিটিভি ফুটেজ ইত্যাদি দিল্লি পুলিশের কাছে হস্তান্তরিত করার জন্য একটি নোটিশ জারি করা হয়েছে।

বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই যৌন হেনস্থার অভিযোগে ব্রিজভূষণের বিরুদ্ধে ১৮০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। উত্তরপ্রদেশের গোন্ডায় বিজেপি সাংসদ ব্রিজভূষণের বাড়িতেও গিয়েছে পুলিশের দল। ব্রিজভূষণের সহকর্মী, গৃহকর্মী ও তাঁর সহযোগীদের বক্তব্য রেকর্ড  করা হয়েছে। সূত্রের খবর, ব্রিজ ভূষণ শরণ সিংয়ের পরিবারের সদস্যরা ফেডারেশনের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। উল্লেখযোগ্যভাবে, ডব্লিউএফআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দুই যুগ্ম সম্পাদক এবং পাঁচজন কার্যনির্বাহী সদস্যের নির্বাচন আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে।  

Delhi Police Brij Bhushan Sharan Singh
Advertisment