বহিরাগত শক্তিই মার্কিন অর্থনীতির ভিত্তি। মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন, মার্কিন অভিবাসন নীতির কারণে আমেরিকা ভারত-চিন-জাপানকে পিছনে ফেলে অর্থনৈতিক ভাবে এগিয়ে চলেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বক্তব্যের কারণে প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন। এবার আবারও এমন এক বিবৃতি দিয়েছেন বাইডেন যা নিয়ে তৈরি হতে পারে বিতর্ক। বাইডেন তার মন্তব্যে বলেন, চিন, ভারত ও জাপান 'জেনোফোবিক' বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন অভিভাসন নীতির কারণেই এই সকল দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না। তিনি আরও যুক্তি দিয়েছিলেন যে অভিবাসন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ দিক।
উল্লেখ্য, চলতি বছর আমেরিকায় প্রেসিডেন্ট পদের নির্বাচন। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট বিডেন ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে অপরকে জোর টেক্কা দিতে প্রস্তুত। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে বাইডেন বলেছেন, 'আমাদের অর্থনীতি যে কারণে বাড়ছে তার একটি কারণ যে আমরা অভিবাসীদের স্বাগত জানাতে সব সময় প্রস্তুত'।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'অর্থনৈতিকভাবে চিন এত পিছিয়ে কেন? কেন জাপানেরর মতো দেশ আজ সমস্যায়? কেন রাশিয়া ও ভারতের সমস্যা হচ্ছে? কারণ তারা 'জেনোফোবিক'। তারা অভিবাসনকে ভয় পায়।
নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন ভোটারদের মধ্যে অভিবাসন একটি প্রধান উদ্বেগ হিসাবে সামনে এসেছে। জো বিডেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিষয়ে অবস্থানের নিন্দা করেছেন কারণ তার প্রশাসন জাপান এবং ভারত সহ দেশগুলির সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের দিকে মনোনিবেশ করে।