Advertisment

চিনা প্রেসিডেন্ট সেদিন কখনও ভুলতে পারবেন না, গালওয়ান নিয়ে বিস্ফোরক প্রাক্তন সেনা প্রধান

ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে চিন সম্পর্কে অনেক কথা তুলে ধরেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
GALWAN CLASH, general Manoj Mukund Naravane, general naravane galwan clash, general naravane memoir, Four Stars of Destiny general Naravane"

ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে চিন সম্পর্কে অনেক কথা তুলে ধরেছেন

গালওয়ানে আমরা দেখিয়েছি…..! চিনা প্রেসিডেন্ট কখনই ভারতের পাল্টা আক্রমণ ভুলতে পারবেন না। প্রাক্তন সেনাপ্রধান নারাভানে তার আত্মজীবনীতে সেই দিনের মর্মান্তিক কাহিনী তুলে ধরে লিখেছেন, একদিনে ২০ জন সদস্যকে হারানো এক মর্মান্তিক অভিজ্ঞতা।

Advertisment

প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, চিন ছোট প্রতিবেশীদের ভয় দেখানোর জন্য “আক্রমনাত্মক কূটনীতি” এবং “উস্কানিমূলক” কৌশল অবলম্বন করছে এবং এই কারণেই ভারতীয় সেনাবাহিনী ২০২০ সালে পূর্ব লাদাখে প্রতিশোধ নিয়েছে।

নারভানে তার স্মৃতিকথা ‘ফোর স্টারস অফ ডেসটিনি’-তে গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষের বিষয়ে বলেছেন যে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ১৬ জুনের কথা কখনই ভুলবেন না, কারণ দুই দশকেরও বেশি সময়ের মধ্যে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রথমবারের মতো ভারতের কাছ থেকে অপ্রত্যাশিত বাঁধা পেয়েছিল। এম এম নারাভানে তার স্মৃতিকথায় লিখেছেন- গালওয়ান ছিল আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিনগুলোর একটি। একদিনে ২০ জনকে হারানো কঠিন ছিল।

ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে চিন সম্পর্কে অনেক কথা তুলে ধরেছেন। তিনি তার বইতে উল্লেখ করেছেন চিন কখনই ১৬ জুনের ঘটনা ভুলবে না, যখন তার সেনাবাহিনীকে মারাত্মক পাল্টা আক্রমণের মুখোমুখি হতে হয়েছিল। তিনি গালওয়ান উপত্যকার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে তাঁর বইতে লাদাখে ২০ সেনা সদস্য নিহত হওয়ার ঘটনা উল্লেখ করেছেন। দুই দশকের মধ্যে প্রথমবারের মতো চিনা বাহিনীকে মারাত্মক পাল্টা আক্রমণের মুখোমুখি হতে হয়েছিল। তিনি বলেছিলেন যে ভারতীয় সেনাবাহিনী যা দেখিয়েছে তা “যথেষ্ট"।

২০২০ সালের জুনে, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাবাহিনীর মধ্যে হিংসাত্মক সংঘর্ষ হয়েছিল। এই ঘটনায় ২০ ভারতীয় সেনা জওয়ান নিহত হয়। প্রাক্তন সেনা প্রধান এই ঘটনা নিয়ে তার বইয়ে লিখেছেন, "এটি আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিনগুলির মধ্যে একটি ছিল।" নারভানে ৩১ ডিসেম্বর ২০২০ থেকে ৩০ এপ্রিল ২০২২ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন।

আরও পড়ুন : < Premium: ‘চিকিৎসা জাদুঘর’, যুগান্তকারী সৃষ্টির অভাবনীয় নজির গড়ার পথে বিলেত ফেরত প্রবীণ চিকিৎসক >

ভারত কোনো ধরনের হুমকি বরদাস্ত করবে না!

নারাভানের বইটিতে চিনা উসকানিতে ভারতের প্রতিক্রিয়ার উপর আলোকপাত করেছেন। প্রাক্তন প্রধান দেখানোর চেষ্টা করেছেন যে ভারত তার প্রতিবেশীর কাছ থেকে কোনো ধরনের হুমকি সহ্য করবে না। তিনি বিশ্বাস করেন যে গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীকে জবাব দিয়ে ভারত দেখিয়েছে যে ভারতীয় সেনাবাহিনী তার চিনা কৌশলকে পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করবে। তিনি বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী চিনকে জবাব দিতে সর্বদা প্রস্তুত।

India china
Advertisment