Advertisment

জল্পনাই সত্যি! সীমান্ত সংঘাত আবহে G-20 শীর্ষ সম্মেলনে হাজিরা এড়ালেন চিনা প্রেসিডেন্ট

সোমবার চিনের বিদেশমন্ত্রক এই তথ্য জানিয়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
China Premier Li Qiang, Chine in G20, China visit to india, G20 Summit in Delhi, XI jinping, China foreign ministry, Li Qiang

শি জিনপিং G-20 সম্মেলনে যোগ দেবেন না

G20 শীর্ষ সম্মেলন ২০২৩: চিনা প্রেসিডেন্ট শি জিনপিং G-20 সম্মেলনে যোগ দেবেন ন। চিনের হয়ে প্রতিনিধিত্ব করবেন কে? স্পষ্ট করল চিনা বিদেশমন্ত্রক। ভারতে অনুষ্ঠিত হওয়া G-20 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার জায়গায় সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন প্রধানমন্ত্রী লি কিয়াং।

Advertisment

সোমবার চীনের বিদেশ মন্ত্রক এই তথ্য জানিয়েছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না বলে জানিয়েছিলেন। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন তিনি। আসন্ন G20 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার জায়গায় সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন প্রধানমন্ত্রী লি কিয়াং। সোমবার চিনের বিদেশমন্ত্রক এই তথ্য জানিয়েছে।

উল্লেখ্য ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতে G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। G20-এর দেশগুলি বিশ্বব্যাপী জিডিপির প্রায় 85 শতাংশ, বিশ্ব বাণিজ্যের 75 শতাংশেরও বেশি এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে। এই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া , মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

Xi Jinping
Advertisment