/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/yamuna-new-1.jpg)
যমুনা এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা। ছবি: টুইটার।
সপ্তাহের শুরুতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল যমুনা এক্সপ্রেসওয়েতে। ১৫ ফুট গভীর ক্যানালে বাস উল্টে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। ১৮ জনেরও বেশি আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লখনউ থেকে দিল্লি যাচ্ছিল বাসটি। ৫০ জন যাত্রী বাসে ছিলেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।
यमुना एक्सप्रेसवे पर आज सुबह हुई बस दुर्घटना में दिवंगत आत्मा की शांति के लिए प्रार्थना करते है तथा शोक संतप्त परिजनों के प्रति हमारी संवेदना है। हम घायलों के शीघ्र स्वास्थ्य लाभ की कामना भी करते हैं। बचाव कार्य युद्ध स्तर पर किए गए तथा घायलों को अस्पताल भेजा गया है। pic.twitter.com/tt14NIZtgk
— AGRA POLICE (@agrapolice) July 8, 2019
আরও পড়ুন: যজ্ঞ, উলঙ্গ নৃত্যে তিন বছরের শিশুকে বলির চেষ্টা আসামে, গ্রেফতার তান্ত্রিক
যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আগ্রার কাছে বাস দুর্ঘটনার কারণে মৃত্যুর খবর খুবই বেদনাদায়ক। মৃতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
আসুন সকলে #সেফড্রাইভসেভলাইফ অনুসরণ করি— Mamata Banerjee (@MamataOfficial) July 8, 2019
উত্তরপ্রদেশ রোডওয়েজের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
DGP UP OP singh has directed to carry out relief & rescue work in full swing and is supervising it personally. All senior officers present at the spot.
Our condolences to the bereaved family members & prayers for the departed soul. We also wish a speedy recovery to the injured. https://t.co/RaGZb3e3Z6— UP POLICE (@Uppolice) July 8, 2019
উত্তরপ্রদেশ পুলিশের তরফে টুইটারে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের শীর্ষ কর্তারা। পুরোদমে উদ্ধারকাজ চলছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
Read the full story in English