Advertisment

বানভাসি দিল্লি! বাতিল বহু ট্রেন,পর্যটকদের জন্য বন্ধ লালকেল্লার দরজা

পরিস্থিতি পর্যালোচনায় ইতিমধ্যেই দিল্লির দুর্যোগ মোকাবিলা দফতরের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

author-image
IE Bangla Web Desk
New Update
delhi rains, delhi rains update, delhi news, yamuna water level, delhi flood, arvind kejriwal, delhi cm, delhi traffic, indian express

বানভাসি দিল্লি। যমুনা নদীর জলস্তর এখনও বিপদ সীমার ওপর দিয়ে বইছে। লাল কেল্লা, কাশ্মীর গেট, সিভিল লাইনস, রাজঘাট এবং আইটিও সহ শহরের বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। শুক্রবার থেকে দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে লালকেল্লা। আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুসারে (IMD) আজও মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

Advertisment

পরিস্থিতি পর্যালোচনায় ইতিমধ্যেই দিল্লির দুর্যোগ মোকাবিলা দফতরের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকে রবিবার পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, প্রয়োজনীয় পরিষেবা ব্যতীত, অন্যান্য সমস্ত সরকারি অফিসে চালু করা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, 'যমুনার জলস্তর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রবিবার পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদানকারী সমস্ত সরকারি অফিস ব্যতীত, সমস্ত সরকারী অফিস রবিবার পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম মোডে কাজ চালাবে। বেসরকারি অফিসগুলির ক্ষেত্রেও একই পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, বৃষ্টির কারণে দিল্লিতে বাতিল হয়েছে প্রায় ১৪০টি ট্রেন।

দিল্লির পরিবহণ মন্ত্রী কৈলাশ গেহলট বলেছেন যে যমুনা নদীর জলস্তর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, রাজ্য সরকার শহরের চারটি সীমান্ত থেকে প্রয়োজনীয় পণ্য বহনকারী ব্যতীত ভারী পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করেছে।

delhi
Advertisment