Advertisment

রাফাল নিয়ে রিভিউ চেয়ে সুপ্রিম কোর্টে দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

ধবার যে রিভিউয়ের আবেদন করা হয়েছে, তাতে বলা হয়েছে, বন্ধ খামে অস্বাক্ষরিত নোটে দেওয়া ভুল তথ্যের ওপর নির্ভর করে ১৪ ডিসেম্বরের রায় দিয়েছে শীর্ষ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ছবি

রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের রিভিউয়ের আবেদন করলেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বুধবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা এবং অরুণ শৌরী অ্যাডভোকেট প্রশান্ত ভূষণকে সঙ্গে নিয়ে শীর্ষ আদালের দ্বারস্থ হন। রাফাল যুদ্ধ বিমান সংক্রান্ত চুক্তি নিয়ে ১৪ ডিসেম্বরের শীর্ষ আদালতের রায়ের রিভিউ পিটিশন দাখিল করেন তাঁরা। আবেদনকারীদের অভিযোগ,  কেন্দ্রের দেওয়া ভুল দাবির ওপর নির্ভর করেই রায় দিয়েছে শীর্ষ আদালত।

Advertisment

এদিকে বুধবারই লোকসভায় রাফাল নিয়ে আলোচনা হওয়ার কথা। কংগ্রেস এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত বদল করে রাফাল নিয়ে লোকসভায় আলোচনায় রাজি হয়েছে। এর আগে কংগ্রেসের তরফ থেকে এই চুক্তির ব্যাপারে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি তুলে লোকসভার অধিবেশন ব্যাহত করা হয়েছিল।

আরও পড়ুন, “সাজানো সাক্ষাৎকার দিয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না”, মোদীকে কংগ্রেসের খোঁচা

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার যে রিভিউয়ের আবেদন করা হয়েছে, তাতে বলা হয়েছে, বন্ধ খামে অস্বাক্ষরিত নোটে দেওয়া ভুল তথ্যের ওপর নির্ভর করে ১৪ ডিসেম্বরের রায় দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে তাঁরা এই আবেদনের শুনানি খোলা আদালতে করার আবেদন জানিয়েছেন।

গত ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার ব্যাপারে অনিয়ম হয়েছে বলে যে সমস্ত জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, সেগুলি সবই খারিজ করে দেন।

Read the Full Story in English

Rafale
Advertisment