International Yoga Day 2024 History: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী মোদী শুক্রবার (২১ জুন, ২০২৪) জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে এক ভাষণে বলেন, "যোগব্যায়ামের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। আগের থেকে অনেক বেশি সংখ্যায় মানুষ যোগব্যায়ামে অংশ নিচ্ছেন"।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে কাশ্মীর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকে স্থিতিশীলতার বার্তা দিয়েছেন। শুক্রবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ভাষণ দিয়ে মোদী বলেছেন, 'যোগের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম'। তিনি বলেন, 'বিশ্বের অনেক দেশে যোগব্যায়াম দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠছে'। পাশাপাশি মোদী বলেছেন, 'তৃতীয়বারের মতো সরকার গঠন বিশ্বকে স্থিতিশীলতার বার্তা দিয়েছে'। এছাড়াও তিনি 'কম্পিটিটিভনেস ইমপ্রুভমেন্ট ইন এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর (জেকেসিআইপি) প্রকল্প'র উদ্বোধন করেন এবং ২০০০ জনেরও বেশি চাকুরিপ্রার্থীকে নিয়োগপত্র বিতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী এদিন যোগ দিবসের মঞ্চ থেকে বলেছেন, 'সৌদি আরব শিক্ষা পাঠ্যক্রমে যোগকে অন্তর্ভুক্ত করেছে। ইউরোপেও যোগব্যায়াম দ্রুত বাড়ছে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে যোগব্যায়াম নিয়ে গবেষণা হচ্ছে। যোগব্যায়ামের প্রসার বাড়ছে'। আন্তর্জাতিক যোগ দিবস ১০ বছরের ঐতিহাসিক যাত্রা পূর্ণ করেছে। এই উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, '২০১৪ সালে, আমি রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব দিয়েছিলাম। ভারতের এই প্রস্তাবটি ১৭৭ টি দেশ সমর্থন করেছিল এবং যা একটি রেকর্ড গড়েছিল। তারপর থেকে যোগ দিবস ক্রমাগত নতুন রেকর্ড তৈরি করছে'।
আরও পড়ুন : < Barasat Mob Lynching: ‘আগে যাচাই করো, তারপর মারো’, ছেলেধরা গুজবে গণপিটুনি থেকে বাঁচতে কাতর আর্তি মহিলার! >
টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম জম্মু ও কাশ্মীর সফর। বৃহস্পতিবার দু দিনের সফরে কাশ্মীরে পৌঁছেছেন তিনি। তাঁর সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে'। সেই দিন বেশি দূরে নয় উপত্যকা একটি রাজ্য হিসেবে তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। পাশাপাশি মোদী বলেন, 'পঞ্চায়েত, পুরসভায় প্রথমবারের মতো ওবিসি সংরক্ষণ কার্যকর করা হয়েছে'।
আরও পড়ুন : < Durga Puja 2024: পটুয়া পাড়া জুড়ে যেন অকাল শরৎ, পুজোর প্রস্তুতি পুরোদমে, ফ্লোরিডা পাড়ি দিল প্রতিমা >
তিনি জম্মু-কাশ্মীরে ১৫০০ কোটির বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বৃহস্পতিবার থেকে জম্মু-কাশ্মীরে প্রধানমন্ত্রীর ২দিনের সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "সরকার সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে আমরা জম্মু ও কাশ্মীরের শত্রুদের শিক্ষা দিতে কোনরকম দ্বিধা করব না।" সেনাবাহিনী থেকে শুরু করে ক্রীড়া ক্ষেত্রে যোগব্যায়ামের গুরুত্বের উপরেও আলোকপাত করেন মোদী।