Advertisment

রেটিং কমল পতঞ্জলির, নেপথ্য 'আর্থিক দুরবস্থা'

সম্প্রতি সোয়া পণ্যজাত সংস্থার সঙ্গে অর্থনৈতিক গাঁটছড়া বাঁধে পতঞ্জলি। কিন্তু সেক্ষেত্রে আর্থিক দুর্বলতার কারণ দেখিয়ে ব্যাঙ্কের থেকে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে পতঞ্জলির রেটিং দু'ধাপ কমাল কেয়ার রেটিং লিমিটেড।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আর্থিক দুরাবস্থার কারণ দেখিয়ে পতঞ্জলির রেটিং কমাল ভারতীয় ক্রেডিট রেটিং সংস্থা। সম্প্রতি সোয়া পণ্যজাত সংস্থার সঙ্গে অর্থনৈতিক গাঁটছড়া বাঁধে পতঞ্জলি। এরপরই আর্থিক দুর্বলতার কারণ দেখিয়ে ব্যাঙ্ক থেকে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে পতঞ্জলির রেটিং দু'ধাপ কমাল কেয়ার রেটিং লিমিটেড। শুক্রবারের এক বিবৃতি অনুযায়ী পতঞ্জলির রেটিং এ-প্লাস থেকে কমিয়ে এ-মাইনাস করে দেওয়া হয়েছে। এমনকি পতঞ্জলির দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও কেয়ার এবং ব্রিকওয়ার্ক রেটিং সংস্থা পতঞ্জলিকে 'স্থিতিশীল' থেকে 'নেতিবাচক' পর্যায়ে নামিয়ে আনল।

Advertisment

আরও পড়ুন- ভারত ও বাংলাদেশের মধ্যে সাতটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত

পতঞ্জলি আয়ুর্বেদ এবং অপর তিন সংস্থার উদ্যোগে তৈরি পতঞ্জলি কনসরটিয়াম অধিগ্রহণ প্রাইভেট লিমিটেডের প্রধান রামদেব বাবা স্বয়ং। জানা যায়, তাঁর পতঞ্জলি সংস্থাটি রুচি সোয়া ইন্ড্রাস্টিস লিমিটেড সংস্থাটির অংশীদারিত্ব প্রায় ৪৩.৫ বিলিয়ন অর্থের বিনিময়ে কিনে নেয়। কেয়ার রেটিং সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, "পতঞ্জলি আয়ুর্বেদ থেকে পতঞ্জলি কনসরটিয়ামেে বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগের ফলেই অর্থনৈতিক টানাপোড়েনে পড়তে পারে মূল সংস্থাটি।"

আরও পড়ুন- গঙ্গাবক্ষে প্রতিমা নিরঞ্জনে ৫০ হাজার টাকা জরিমানা!

দ্য ন্যাশনাল কোম্পানি 'ল' ট্রাইব্যুনাল (এনসিএলটি) রুচি সোয়ার দায়িত্ব নেওয়ার জন্য গত মাসেই পতঞ্জলি কনসোর্টিয়ামের করা নিলামে অনুমোদন দেয়। ১২১ বিলিয়ন টাকা রুচি সোয়া দাবি করলেও পতঞ্জলির পক্ষ থেকে দেওয়া হচ্ছে ৪২.৪ বিলিয়ন টাকা।

Read the full story in English

Patanjali
Advertisment