নয়ডাতে 'বৃহত্তম ফিল্ম সিটি' তৈরির ঘোষণা যোগী আদিত্যনাথের

ভারতে এখনও সবচেয়ে বড় ফিল্ম সিটি রয়েছে হায়দ্রাবাদে। দক্ষিণভারতের রামোজি ফিল্ম সিটিই অন্যতম দেশে।

ভারতে এখনও সবচেয়ে বড় ফিল্ম সিটি রয়েছে হায়দ্রাবাদে। দক্ষিণভারতের রামোজি ফিল্ম সিটিই অন্যতম দেশে।

author-image
IE Bangla Web Desk
New Update
Yogi Adityanath

যোগী আদিত্যনাথ

দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি এবার তৈরি হতে চলেছে নয়ডাতে, শুক্রবার এমনটাই ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন গৌতম বুদ্ধ নগরে এই ফিল্ম শহরের পত্তন হতে পারে।

Advertisment

সরকারি তরফে একটি বিবৃতিতে জানান হয়েছে, "মুখ্যমন্ত্রী রাজ্যের পর্যালোচনা বৈঠকে গৌতম বুদ্ধ নগরে একটি বৃহত্তম ও সর্বাধিক সুন্দর ফিল্ম সিটি স্থাপনের ঘোষণা করেন। তিনি আধিকারিকদের নয়ডা, গ্রেটার নয়ডা এবং যমুনা এক্সপ্রেসওয়ের আশেপাশে উপযুক্ত জমি অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন এবং কর্মপরিকল্পনা প্রস্তুত করার কথাও জানিয়েছেন।"

গৌতম বুদ্ধ নগরে বর্তমানে সাতটি প্রকল্পের কাজ চলছে। মীরাট ও গাজিয়াবাদে তিনটি, বুলান্দশহরে দু'টি এবং বাগপাতে একটি। যার মোট অনুমোদিত ব্যয় প্রায় ২ হাজার কোটিরও বেশি। শুক্রবার মিরাট, গাজিয়াবাদ, হস্তিনাপুর, গৌতম বুদ্ধ নগরের বিভিন্ন সরকারি কাজের অবস্থান জানতে উচ্চপদস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই ঘোষণা করেন যোগী।

প্রসঙ্গত, ভারতে এখনও সবচেয়ে বড় ফিল্ম সিটি রয়েছে হায়দ্রাবাদে। দক্ষিণভারতের রামোজি ফিল্ম সিটিই অন্যতম দেশে। মনে করা হচ্ছে দেশের উত্তরপ্রান্তেও এমন ফিল্ম সিটি তৈরি করতেই এবার বদ্ধ পরিকর হয়েছেন যোগী আদিত্যনাথ।

Advertisment

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

yogi adityanath