Advertisment

হাথরস গণধর্ষণ কাণ্ডে সিট গঠন-ফার্স্ট ট্রাক আদালতে হবে বিচার, ঘোষণা যোগীর

হাথরসে দলিত তরুণীকে গণর্ষণ ও মৃত্যুকাণ্ডে প্রবল চাপে উত্তরপ্রদেশের যোগী প্রশাসন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

হাথরসে দলিত তরুণীকে গণর্ষণ ও মৃত্যুকাণ্ডে প্রবল চাপে উত্তরপ্রদেশের যোগী প্রশাসন। ঘটনার তদন্তে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাত দিনের মধ্যে তদন্তকারীদের রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। ফার্স্ট ট্রাক আদালতে এই মামলার বিচার হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী।

Advertisment

সংবাদ সংস্থা এএনআই-কে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, 'অপরাধীদের কোনও মতেই বরদাস্ত করা হবে না। ওই পাশবিককাণ্ডের তদন্তে সিট গঠন করা হয়েছে। সাত দিনের মদ্যে তারা রিপোর্ট পেশ করবে। দ্রুত বিচারের জন্য ফার্স্ট ট্রাক আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।'

হাথরস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথা হয়েছে। যোগীর দাবি, ঘটনায় অপরাধীদের কড়া শাস্তির নির্দেশ দিয়েছেন মোদী।

মুখ্যমন্ত্রীর দফতরের তরফে টুইটে বলা হয়েছে যে, উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিব ভগবান স্বরূপের নেতৃত্বে সিট কাজ করবে। তিন সদস্যের সিটে বাকি দুই সদস্য হলেন ডিজি চন্দ্রপ্রকাশ ও কম্যাডেন্ট পিএসি আগ্রা পুণম।

আরও পড়ুন- গভীর রাতে জোর করে দেহ সৎকার করেছে পুলিশ, অভিযোগ হাথরসের মৃত গণধর্ষিতার পরিবারের

১৪ সেপ্টেম্বর নিজের গ্রামেই একটি পরিত্যক্ত জায়গায় তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালানো হয় ওই হাসরতের দলিত তরুণীর উপর। শরীরের বিভিন্ন অংশে আঘাত ও ক্ষত চিহ্ন ছিল। ঘটনার তিন দিনের মধ্যে মোট চারজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে তারা সমাজের উচ্চ বর্ণভুক্ত। আপাতত জেলে রয়েছে তারা। সোমবারই দিল্লির হাসপাতালে মৃত্যু হয়েছে ওই গণধর্ষিতা তরুণীর।

এদিকে তরুণীর দেহ সৎকার ঘিরে পুলিশের বিরুদ্ধে জোর খাটানোর অভিযোগ তুলেছেন মৃতার পরিবারের লোকেরা। অভিযোগ, জোর করে রাত তিনটের সময় দেহ সৎকার করা হয়। মৃতার পরিবারের লোকেরা দেহ বাড়িতে নিয়ে যাওয়ার অনুরোধ করলেও পুলিশ তা শোনেনি। উল্টে মারধর করা হয়েছে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

uttar pradesh yogi adityanath
Advertisment