Advertisment

আপনাদের লোকেরা আমার রাজ্যে সুরক্ষিত, একই উত্তর আশা করব: যোগী

লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে পড়াছেন অন্য রাজ্যের বাসিন্দারা। বিশেষ করে সমস্যায় পরিযায়ী শ্রমিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে পড়াছেন অন্য রাজ্যের বাসিন্দারা। বিশেষ করে সমস্যায় পরিযায়ী শ্রমিকরা। উত্তরপ্রদেশে আটকে পড়া বাসিন্দাদের যাতে কোনও অসুবিধা নয় হয় তার জন্য ২০ রাজ্যের মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথকে চিঠি লিখেছিলেন। তার জবাব দিয়েছেন যোগী। জানিয়েছেন, উত্তরপ্রদেশে অন্য রাজ্যের সব বাসিন্দারাই সুরক্ষিত থাকবেন। প্রশাসন তাঁদের দেখবাল করবে। একই সঙ্গে আশা,অন্য রাজ্যের তরফেও একই আচরণ উত্তরপ্রদেশের বাসিন্দাদের সঙ্গে করা হবে বলে মনে করছি। লকডাউনে ভিন রাজ্যের আটকে পড়াদের দেখভালের জন্য রাজ্য প্রশাসনের তরফে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথ।

Advertisment

জানা গিয়েছে, উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর চিঠি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, অশোক গেহলট,ক্যাপটেন অমরিন্দর সিং সহ বাকিদের কাছে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন: LIVE-সব পরিযায়ী আশ্রয় পেয়েছে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

চিঠিতে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানিয়েছেন যে, 'লকডাউনে উত্তরপ্রদেশে আটকে পড়া ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক ও বাসিন্দাদের সুরক্ষা ও সহায়তায় পৃথক নোডাল অফিসার এবং পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।' তাঁর রাজ্যে সবাই ভাল থাকবেন এই আশ্বাসের সঙ্গেই ভিন রাজ্যে আটকে পড়া উত্তরপ্রদেশবাসীর সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে চেয়েছেন যোগী। চিঠিতে রয়েছে, 'আমি, আত্মবিশ্বাসী যে, উত্তরপ্রদেশ প্রশাসনের মতই এরাজ্যে থেকে আটকে পড়া মানুষগুলোও অন্যরাজ্যে সুরক্ষিত থাকবেন।' করোনা মোকাবিলায় সকলকে একযোগে কাজ করার আর্জিও জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় লকডাউন অগ্রাহ্য করে ট্রাক, ট্য়াঙ্ক চলতে দেখা যাচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে জানান অতিরিক্ত মুখ্যসচিব অশ্বিনী কুমার আবস্থি। সোমবারই যোগী বলেছিলেন যে, রাজ্যে ২৭.১৫ লক্ষ মানুষের ব্যাঙ্কে সরাসরি ৬১১ কোটি টাকার অনুদান পৌঁছে যাবে।

Read the full story in English

coronavirus yogi adityanath uttar pradesh
Advertisment